MS Dhoni: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া আপাতত তোলপাড়। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
এই ম্য়াচে কমেন্ট্রি করার সময় হরভজন সিং বলেন, মহেন্দ্র সিং ধোনির ফ্যানেরাই নাকি ভারতীয় ক্রিকেটের আসল সমর্থক। ভাজ্জির এই মন্তব্য শুনে বিরাট কোহলির (Virat Kohli) সমর্থকরা যারপরনাই রেগে গিয়েছেন। আর সেইসঙ্গে 'থালা' এবং সমর্থকরা বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ধোনি সমর্থকরাও ছেড়ে দেওয়ার পাত্র নন! তাঁরাও বিরাট সমর্থকদের পালটা আক্রমণ করতে শুরু করেছেন।
MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা
হরভজন সিংয়ের এই একটি মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ বেধে গিয়েছে। ব্যাপারটা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে (আগেকার নাম টুইটার) 'দেশদ্রোহী ধোনি' এবং 'ন্যাশনাল শেম কোহলি' ট্রেন্ড করতে শুরু করে। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় বিরাট কোহলিকে নাকি 'দেশের লজ্জা' বলা হচ্ছে!
MS Dhoni: 'হারের দায় আমার...', ধোনির এক কথায় মুগ্ধ গোটা দেশ
প্রথমে জেনে নেওয়া যাক হরভজন সিং কী বলেছিলেন?
মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে হরভজন সিং বলেন, ওঁর মধ্যে যতদিন খেলার শক্তি রয়েছে, ততদিনই ক্রিকেটটা চালিয়ে যাওয়া উচিত। ভাজ্জির এই মন্তব্যের পরই যাবতীয় বিতর্ক দানা বাঁধতে শুরু করে। কারণ তিনি ধোনি সমর্থকদের একেবারে 'সত্যিকারের ফ্যান' বলে দাবি করেন। তারপর আর কী? বিরাট কোহলির সমর্থকরা এই মন্তব্য শুনে রীতিমতো রেগে যান। ধোনির পাশাপাশি মাহির ফ্যানেদেরও ট্রোল করতে শুরু করেন।
MS Dhoni IPL 2025: ধোনির জন্য ধ্বংস হচ্ছে ভারতের ক্রিকেট! সরাসরি বোর্ডকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি
মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে এবার আসা যাক। আপাতত ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্য়েই তাঁর টিম প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে, বিরাট কোহলি নিজে এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে টিকে রয়েছেন।
Virat Kohli: বিরাটকে এত বড় 'ধোঁকা' দিল BCCI! কথা দিয়েও রাখেনি বোর্ড, বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত কোহলির
এই টুর্নামেন্টে তিনি এখও পর্যন্ত ৫০৫ রান করেছেন। তাঁর দল RCB ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
Deshdrohi Dhoni Trending: ধোনি নাকি 'দেশদ্রোহী'! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে বিতর্কের ঝড়
Harbhajan Singh: চলতি আইপিএল টুর্নামেন্টে কমেন্ট্রি করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন হরভজন সিং। ধোনি সমর্থকদেরই তিনি সেরা ফ্যান বলে উল্লেখ করেন।
Harbhajan Singh: চলতি আইপিএল টুর্নামেন্টে কমেন্ট্রি করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন হরভজন সিং। ধোনি সমর্থকদেরই তিনি সেরা ফ্যান বলে উল্লেখ করেন।
চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া আপাতত তোলপাড়। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
এই ম্য়াচে কমেন্ট্রি করার সময় হরভজন সিং বলেন, মহেন্দ্র সিং ধোনির ফ্যানেরাই নাকি ভারতীয় ক্রিকেটের আসল সমর্থক। ভাজ্জির এই মন্তব্য শুনে বিরাট কোহলির (Virat Kohli) সমর্থকরা যারপরনাই রেগে গিয়েছেন। আর সেইসঙ্গে 'থালা' এবং সমর্থকরা বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ধোনি সমর্থকরাও ছেড়ে দেওয়ার পাত্র নন! তাঁরাও বিরাট সমর্থকদের পালটা আক্রমণ করতে শুরু করেছেন।
MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা
হরভজন সিংয়ের এই একটি মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ বেধে গিয়েছে। ব্যাপারটা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে (আগেকার নাম টুইটার) 'দেশদ্রোহী ধোনি' এবং 'ন্যাশনাল শেম কোহলি' ট্রেন্ড করতে শুরু করে। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় বিরাট কোহলিকে নাকি 'দেশের লজ্জা' বলা হচ্ছে!
MS Dhoni: 'হারের দায় আমার...', ধোনির এক কথায় মুগ্ধ গোটা দেশ
প্রথমে জেনে নেওয়া যাক হরভজন সিং কী বলেছিলেন?
মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে হরভজন সিং বলেন, ওঁর মধ্যে যতদিন খেলার শক্তি রয়েছে, ততদিনই ক্রিকেটটা চালিয়ে যাওয়া উচিত। ভাজ্জির এই মন্তব্যের পরই যাবতীয় বিতর্ক দানা বাঁধতে শুরু করে। কারণ তিনি ধোনি সমর্থকদের একেবারে 'সত্যিকারের ফ্যান' বলে দাবি করেন। তারপর আর কী? বিরাট কোহলির সমর্থকরা এই মন্তব্য শুনে রীতিমতো রেগে যান। ধোনির পাশাপাশি মাহির ফ্যানেদেরও ট্রোল করতে শুরু করেন।
MS Dhoni IPL 2025: ধোনির জন্য ধ্বংস হচ্ছে ভারতের ক্রিকেট! সরাসরি বোর্ডকে কাঠগড়ায় তুললেন কিংবদন্তি
মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে এবার আসা যাক। আপাতত ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্য়েই তাঁর টিম প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে, বিরাট কোহলি নিজে এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে টিকে রয়েছেন।
Virat Kohli: বিরাটকে এত বড় 'ধোঁকা' দিল BCCI! কথা দিয়েও রাখেনি বোর্ড, বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত কোহলির
এই টুর্নামেন্টে তিনি এখও পর্যন্ত ৫০৫ রান করেছেন। তাঁর দল RCB ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।