Indian cricket team coaching: ভারতীয় ক্রিকেটে কোচ বা অধিনায়ক হওয়া মানে যেন কাঁটার মুকুট পরা। দলের প্রতিটি সিদ্ধান্ত যেন একেকটা বিচারের খাতা, আর খারাপ পারফরম্যান্সের জন্য সবার আগে কাঠগড়ায় তোলা হয় কোচ এবং অধিনায়ককে। যদি কোচের নাম অধিনায়কের চেয়েও বড় হয়, তাহলে সমালোচনার বাণ আরও ধারাল হয়ে ওঠে। এই পরিস্থিতি থেকে রেহাই পাননি গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। একসময় বিদেশি ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে নিয়ে প্রশ্ন তুলতেন, এবার তো তাঁর সঙ্গেই খেলেছেন এমন একজনই বড় মন্তব্য করে ফেললেন।
হরভজনের পরামর্শে গম্ভীরের কোচিং ভবিষ্যৎ অনিশ্চিত
টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে ভারত ভাল পারফর্ম করেছে, তবে লাল বলের ক্রিকেটে মানে টেস্ট ফরম্যাটে ভারতের পারফরম্যান্স তেমন ভাল নয়। তাঁর কোচিংয়ে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে, আর এখন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও (IND vs ENG) ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) এমন এক পরামর্শ দিয়েছেন, যদি বাস্তব হয় তাহলে গম্ভীরকে কোচিংয়ের পদ থেকে এক বা একাধিক ফরম্যাটে সরে দাঁড়াতে হতে পারে।
আরও পড়ুন লর্ডস টেস্ট চলাকালীন অশ্রাব্য গালাগালি গম্ভীরের মুখে? ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক
প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা কোচের প্রস্তাব
প্রাক্তন স্পিনার হরভজন সিং এখন বাইশ গজে বল না ঘোরালেও তাঁর এক মন্তব্যে গম্ভীরের মাথা ঘুরে যেতে বাধ্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ভারতের সাদা বল ও লাল বলের দলের জন্য আলাদা কোচ নিয়োগের চিন্তাভাবনা ভুল নয়, কারণ এই ফরম্যাটগুলোতে দলগুলোও আলাদা।" তাঁর মতে, আলাদা কোচ থাকলে ওয়ার্কলোড অনেকটাই কমে যাবে। তিনি আরও বলেন, “আমার মনে হয় আমরা যদি প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা কোচ নিযুক্ত করি, তাহলে এতে কোনও ভুল নেই। এতে কোচদের উপর চাপ কমবে এবং টিম ম্যানেজমেন্টও সহজ হবে।”
প্রস্তুতির জন্য দরকার সময়
ভারতের লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ দলে খেলতে এসে হরভজন জানান, কোচদের একটি সিরিজের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দরকার, সেটা যেকোনও ফরম্যাটই হোক না কেন। ভারত এখনও পর্যন্ত 'স্প্লিট কোচিং' মডেল অনুসরণ করেনি, তবে সাম্প্রতিক সময়ে ভিভিএস লক্ষ্মণকে বিভিন্ন সিরিজে কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে। হরভজনের মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে যদি এই মডেল বাস্তবায়িত হয়, তাহলে গম্ভীরকে অন্তত একটি ফরম্যাটের কোচিং ছাড়তে হতে পারে।
আরও পড়ুন 'কুৎসিত বলে দেবেন...', গৌতম গম্ভীরকে বেনজির আক্রমণ অভিনেতা অনুজয়ের
গম্ভীরের কোচিং রেকর্ড কী বলছে?
গম্ভীরের অধীনে ভারত এখনও পর্যন্ত দুটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে একটিতে জিতেছে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাঁর কোচিংয়ে ভারত এখনও পর্যন্ত সব টি-২০ সিরিজেই জয়ী হয়েছে। তবে টেস্ট ক্রিকেটে শুধুমাত্র বাংলাদেশকে সিরিজে হারাতে পেরেছে। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজই ঠিক করে দেবে, গম্ভীর ভবিষ্যতে টেস্ট দলের সঙ্গে যুক্ত থাকবেন কি না।