New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/15/gautam-gambhir-2025-07-15-12-17-34.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
Lords Test 2025 Highlights: লর্ডস টেস্ট ম্য়াচে লড়াই করেও টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২২ রানে হেরে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্য়র্থতাই যে পরাজয়ের অন্যতম বড় কারণ, তা একবাক্যে সকলেই স্বীকার করছেন।
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
Gautam Gambhir: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট (India vs England) সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি (IND vs ENG 3rd Test Match) লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে পরাস্ত হয়েছে। তবে ম্য়াচ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, গম্ভীর নাকি উত্তেজনার বশে গালাগালি দিয়ে ফেলেছেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
এই ভিডিওটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের। তখন জো রুট এবং বেন স্টোকস ব্রিটিশ দলের হয়ে একটা শক্ত ভিত তৈরি করার চেষ্টা করছিলেন। এমন সময় বল করতে আসেন টিম ইন্ডিয়ার স্পিন বোলার ওয়াশিংটন সুন্দর। তিনি রুটকে একেবারে রং-রুটে পাঠিয়ে দেন। আর সেইসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় শিবির। ঠিক এই সময়ই লর্ডসের ব্যালকনিতে বসে ছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।
ভাইরাল হওয়া ভিডিওয় দাবি করা হচ্ছে, গম্ভীরের মুখ থেকে নাকি গালাগালি বেরিয়ে যায়। কাউকে অপমান করার উদ্দেশ্যে তিনি অবশ্য গালাগালি দেননি। নেহাতই উত্তেজনার বশে তাঁর মুখ থেকে বেরিয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে রুট এবং স্টোকসের মধ্যে ৬৭ রানের একটা পার্টনারশিপ তৈরি হয়েছিল। ইংল্যান্ডের জয়ের পিছনে এই যুগলবন্দির অবদান যে অনেকটাই গুরুত্বপূর্ণ, তা বলা যেতেই পারে।
IND vs ENG 3rd Test Highlights: জলে গেল জাদেজার লড়াই, হার ভারতের! এজবাস্টনের গর্ব ধুয়ে গেল লর্ডসে
Gautam Gambhir’s journey from Politics to KKR mentor to India’s head coach has been bold, but recent results—ODI series loss in SL, home Test series defeat to NZ, BGT setback, and a tough England series—raise questions about strategy. #ENGvIND pic.twitter.com/bXEvsIvAos
— Nibraz Ramzan (@nibraz88cricket) July 14, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ভারত এবং ইংল্যান্ড দুটো দলই ৩৮৭ রান করে। অর্থাৎ, না কোনও দল লিড নিতে পেরেছে আর না কেউ পিছিয়ে ছিল। এই পরিস্থিতিতে ম্য়াচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয় ইনিংসে। ইংল্যান্ড ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯২ রান তোলে। জবাবে টিম ইন্ডিয়ার টপ অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষপর্যন্ত জাদেজা, সিরাজ এবং বুমরাহের অকল্পনীয় লড়াইয়ের পর টিম ইন্ডিয়া ১৭০ রানে অলআউট হয়। আর ভারত এই তৃতীয় টেস্ট ম্য়াচটা ২২ রানে হেরে যায়।
IND vs ENG 3rd Test: লোভে পাপ, পাপে আউট! বুমরাহের 'ছোট্ট' ভুলেই হারল ভারত?
ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল জানান, চতুর্থ দিন শেষ ১ ঘণ্টায় যেভাবে ভারতের ব্যাটিং টপ অর্ডার একের পর এক প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল, সেটাই হারের অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। পঞ্চম দিন সকালেও ভারতের ব্যাটিং একেবারে আশানুরূপ হয়নি। প্রথম এক ঘণ্টার মঘ্যেই কেএল রাহুল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর প্যাভিলিয়নে ফিরে যান। তবে শেষবেলায় ভারত যেভাবে লড়াই করেছে, তা অবশ্যই প্রশংসনীয়।