/indian-express-bangla/media/media_files/2025/08/30/sreesanth-wife-2025-08-30-20-07-04.jpg)
ক্ষোভ উগড়ে দিলেন শ্রীসন্থের স্ত্রী
Sreesanth: আইপিএল টুর্নামেন্টে হরভজন সিং (Harbhajan Singh) এবং শ্রীসন্থের মধ্যে ঝামেলার কথা, আজ আর কারোর কাছেই অজানা নয়। এই টুর্নামেন্টের একটি ম্য়াচে শ্রীসন্থকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং। এই ঘটনার স্মৃতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে আরও রয়ে গিয়েছে। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে ভাজ্জি বলেছিলেন, 'আমি নিজের জীবন থেকে এই ঘটনাটি মুখে ফেলতে চাই।' এতদিন ধরে এই থাপ্পড় কাণ্ডের কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছিল না। কিন্তু, সম্প্রতি ললিত মোদী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটির ভিডিও শেয়ার করেন। দেখতে না দেখতেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওকে কেন্দ্র করে শ্রীসন্থের স্ত্রী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং ললিত মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।
Sreesanth slap gate: 'কেন মেরেছ বাবাকে?' শ্রীসন্থের ছোট্ট মেয়ের প্রশ্নে চোখে জল হরভজনের
ললিত মোদী এবং ক্লার্কের বিরুদ্ধে রেগে কাঁই শ্রীসন্থের স্ত্রী
ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী লিখেছেন, 'ললিত মোদী এবং মাইকেল ক্লার্ক আপনাদের একটু লজ্জা লাগা দরকার। আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলে কোনও বস্তু নেই। সস্তার জনপ্রিয়তার কারণে ২০০৮ সালের একটি ঘটনাকে আপনারা এখনও টানছেন। শ্রীসন্থ এবং হরভজন দুজনেই এই ঘটনাটি থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে ওদের সন্তানেরা স্কুলে যায়। কিন্তু, আপনারা সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে আনন্দ পাচ্ছেন। এটা অত্যন্ত ঘৃন্য, নির্মম এবং অমানবিক একটি ঘটনা।'
তিনি আরও যোগ করেছেন, 'শ্রীসন্থ যাবতীয় ঝড়-ঝাপটা সামলে জীবনে ঘুরে দাঁড়িয়েছে। একজন স্ত্রী এবং মা হওয়ার সুবাদে ১৮ বছর পর এই ঘটনাটির ফের পুনরুত্থান আমাদের পরিবারের কাছে যথেষ্ট দুঃখজনক একটি ঘটনা। আমাদের গোটা পরিবার আবারও সেই মানসিক আঘাতে ডুবতে বসেছে, যা বহু বছর আগে শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র আপনাদের জনপ্রিয়তার কারণেই এটা হয়েছে।'
নির্বাসিত হয়েছিলেন হরভজন সিং
২০০৮ সালে আইপিএল টুর্নামেন্টে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের পর এই ঘটনাটি ঘটেছিল। সেই সময় শ্রীসন্থ পঞ্জাব কিংস এবং হরভজন সিং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। ম্যাচের পর দুই ক্রিকেটার যখন একে অপরের সঙ্গে হাত মেলাতে যান, তখন হরভজন করমর্দনের পরিবর্তে সোজা থাপ্পড় মারেন। এরপর ভাজ্জিকে গোটা মরশুম নির্বাসিত করা হয়েছিল। সেইসঙ্গে তাঁকে আর্থিক জরিমানাও করা হয়।