ভিডিও: প্রকাশ্য়ে দাদার কাছে ক্ষমা হার্দিকের, নেটে এমন কী ভুল করেছিলেন তিনি?

ট্রেনিংয়ে ক্রুনালের প্রতিটি বলেই প্রায় অত্য়ন্ত সাবলীল ভাবে খেললেন হার্দিক। ঠিক এরকমই একটি শট মারতে গিয়ে আরেকটু হলে বলের আঘাতে বড় রকমের চোট পেতে পারতেন ক্রুনাল।

ট্রেনিংয়ে ক্রুনালের প্রতিটি বলেই প্রায় অত্য়ন্ত সাবলীল ভাবে খেললেন হার্দিক। ঠিক এরকমই একটি শট মারতে গিয়ে আরেকটু হলে বলের আঘাতে বড় রকমের চোট পেতে পারতেন ক্রুনাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Hardik Pandya apologises for almost knocking Krunal’s head off in practice session

ভিডিও: প্রকাশ্যে দাদার কাছে ক্ষমা হার্দিকের, নেটে এমন কী ভুল করেছিলেন তিনি? (ছবি-টুইটার/আইপিএলটিটোয়েন্টি)

আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। ধরমশালায় প্রথম ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। তার আগে নেট সেশনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন হার্দিক ও ক্রুনাল পাণ্ডিয়া।

Advertisment

ট্রেনিংয়ে ক্রুনালের প্রতিটি বলেই প্রায় অত্য়ন্ত সাবলীল ভাবে খেললেন হার্দিক। মারলেন হেলিকপ্টার শটও। মাঠের বাইরেরও বল পাঠালেন তিনি। ঠিক এরকমই একটি শট মারতে গিয়ে আরেকটু হলে বলের আঘাতে বড় রকমের চোট পেতে পারতেন ক্রুনাল। আর ঠিক সেই কারণেই দাদার কাছে ক্ষমা চেয়েই টুইটারে ভিডিও পোস্ট করলেন হার্দিক।

Advertisment

আরও পড়ুন: দেখুন ভিডিও: ফিরল ‘হোয়াই দিস কোলাভেরি ডি’! সৌজন্য়ে পাণ্ডিয়া ব্রাদার্স

গত ২৯ অগাস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ সদস্য়ের দল ঘোষণা করে দিয়েছিল ভারত। দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পাণ্ডিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ ও নবদীপ সাইনি

-->
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন হার্দিক। ফের একবার জাতীয় দলে ফিরলেন তিনি। ক্য়ারিবিয়ান সফরে ছিলেন ক্রুনাল। প্রােটিয়াদের বিরুদ্ধে পুরো ওই দলটাই ধরে রেখেছে ভারত। শুধু ভুবনেশ্বর কুমারের জায়গায় এসেছেন হার্দিক। দলে নেই মহেন্দ্র সিং ধোনি ও জসপ্রীত বুমরা।
BCCI Hardik Pandya