/indian-express-bangla/media/media_files/2025/09/05/hardik-pandya-1-2025-09-05-23-50-49.jpg)
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
Hardik Pandya: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। তবে টিম ইন্ডিয়ার অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সামনে একটি বিশেষ রেকর্ডের হাতছানি রয়েছে। মাত্র ১৭ রান করতে পারলেই তিনি টি-২০ এশিয়া কাপে এমন কৃতিত্ব অর্জন করবেন, যা আগে কেউ কখনও করেননি।
Hardik Pandya: ম্যাগি খেয়েই কাটিয়েছেন ৩ বছর, আজ কোটিপতি! চেনেন এই ভারতীয় ক্রিকেটারকে?
এই রেকর্ডই হাসিল করবেন হার্দিক পান্ডিয়া
আসলে, টি-২০ এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত ১১ উইকেট শিকার করেন। আর ব্যাট হাতে করেছেন ৮৩ রান। যদি এবারের এশিয়া কাপে তিনি আর ১৭ রান করতে পারেন, তাহলে টি-২০ এশিয়া কাপে ১০ উইকেট শিকারের পাশাপাশি ১০০ রানও করে ফেলবেন। ইতিপূর্বে, এই কৃতিত্ব বিশ্বের আর কোনও ক্রিকেটার অর্জন করতে পারেননি। এই পরিস্থিতিতে আগামী এশিয়া কাপে ১৭ রান করতে পারলেই হার্দিক এক মহারেকর্ড অর্জন করবেন।
Hardik Pandya Break Up: নাতাশা অতীত, টিকল না নতুন প্রেমও! ফের ভাঙল হার্দিকের হৃদয়
টিম ইন্ডিয়ায় হার্দিকের ভূমিকা গুরুত্বপূর্ণ
আগামী এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার প্রথম একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভারতের প্লেয়িং ইলেভেনে দ্বিতীয় পেস বোলারের দায়িত্ব পালন করবেন তিনি। আসলে সংযুক্ত আরব আমিরশাহীর উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দুই পেসার এবং তিন স্পিনারের কম্বিনেশনে খেলতে নামতে পারেন।
১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে 'মহাযুদ্ধ' টিম ইন্ডিয়ার
সংযুক্ত আরব আমিরশাহীর পর টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচ আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর ১৯ তারিখ খেলবে ওমানের বিরুদ্ধে। যদি টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে ২ ম্য়াচও জিতে যায়, তাহলে সুপার ফোর রাউন্ডে সহজেই চলে যেতে পারবে। এই এশিয়া কাপে টিম ইন্ডিয়া গ্রুপ এ'তে রাখা হয়েছে। এবার এশিয়া কাপে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।