/indian-express-bangla/media/media_files/2025/09/02/hardik-pandya-2025-09-02-16-29-29.jpg)
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
Hardik Pandya: ভারতীয় ক্রিকেটে একাধিক রূপকথার গল্প রয়েছে। কিন্তু, হার্দিক পান্ডিয়ার জীবনের গল্প এতটাই অনুপ্রেরণামূলক, যা নিয়ে বলিউড বায়োপিক হলে আশ্চর্য্য হওয়ার কিছু থাকবে না। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা হলেন হার্দিক পান্ডিয়া। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়ার স্কোয়াডে তিনি সুযোগ পেয়েছেন। এই তারকা অলরাউন্ডারের থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকদেরও প্রত্যাশা প্রচুর। পাশাপাশি, আইপিএল টুর্নামেন্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু, হার্দিকের জীবন একটাও স্বচ্ছ্বল ছিল না। কেরিয়ারের প্রথমদিকে তাঁকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল।
Hardik Pandya Break Up: নাতাশা অতীত, টিকল না নতুন প্রেমও! ফের ভাঙল হার্দিকের হৃদয়
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স দলের মালকিন নীতা আম্বানি একটি ইন্টারভিউয়ে বলেছেন, যখন তিনি প্রথমবার হার্দিক পান্ডিয়াকে দেখেছিলেন, তখন টিম ইন্ডিয়ার এই বর্তমান অলরাউন্ডার শুধুমাত্র ম্য়াগি খেয়ে পেট ভরাতেন।
মুখ খুললেন নীতা আম্বানি
ওই সাক্ষাৎকারে নীতা আম্বানি বললেন, 'আমরা যখন নতুন ট্যালেন্টের জন্য স্কাউট করছিল, সেইসময় আমি স্কাউট টিম নিয়ে হামেশাই রনজি ট্রফির ম্য়াচ দেখতে যেতাম। আমাদের স্কাউটবাহিনী একদিন দুজন তরুণ, রোগা-পাতলা ছেলেকে নিয়ে এসেছিল। আমি ওদের সঙ্গে কথা বলেছিলাম। ওরা আমাকে বলেছিল, তিন বছর ধরে ম্য়াগি ছাড়া আর কিচ্ছু খায়নি। কারণ ওদের কাছে টাকা ছিল না।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে ওদের মধ্যে আমি খেলার জন্য একটা আলাদা খিদে দেখেছিলাম। আরও বড় ক্রিকেটার হওয়ার খিদে। ২০১৫ সালে আমরা হার্দিক পান্ডিয়াকে ১০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে দলে নিয়েছিলাম। আর আজ ও মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক।'
স্বীকার করেছেন হার্দিকও
এই ব্যাপারটা হার্দিক নিজেও বেশ কয়েকটা ইন্টারভিউয়ে স্বীকার করেছেন। জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন তিনি। সেইসময় পকেটে একেবারেই টাকা থাকত না। সেকারণে দুই ভাই সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ম্য়াগি খেয়েই দিন কাটাতেন। একজন অ্যাথলিটের ডায়েট তো অনেক দুরের কথা।
Hardik Pandya Crying: মুম্বই হারতেই কেঁদে ফেললেন হার্দিক, নিমেষে ভাইরাল হল সেই ভিডিও! দেখে নিন
বিক্রম শঠায়েকে দেওয়া একটি ইন্টারভিউয়ে হার্দিক পান্ডিয়া বলেন, 'একটা সময় ছিল, যখন ম্য়াগিই ছিল আমার একমাত্র ডায়েটয আমি ম্য়াগির খুব বড় ভক্ত। ম্যাগির ভক্ত ছিলাম ঠিকই, তবে আর্থিক পরিস্থিতিও এমন ছিল যে এরথেকে বেশিকিছু খাওয়ার ক্ষমতা ছিল না। ওই সময় আমি ম্য়াগি খেতে খুব ভালবাসতাম। কিন্তু, টাকার অভাবে যথাযথ ডায়েট মানতে পারতাম না। স্বাস্থ্যকর ডায়েট যথেষ্ট দামি ছিল। আজ যে আমি অনায়াসে কিনতে পারি, তখন আমার সেই ক্ষমতা ছিল না। আমার শরীরে সুষম খাদ্যের দরকার থাকলেও, টাকার অভাবে তা কিনতে পারতাম না। সেকারণে সকালে আর রাতে একবার করে ম্য়াগি খেতাম। একটা গোটা ম্য়াচ ম্য়াগি খেয়ে কাটিয়ে দিতাম।'