/indian-express-bangla/media/media_files/2025/10/02/hardik-pandya-9-2025-10-02-00-09-00.jpg)
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
Hardik Pandya: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্য়াচে 'মেন ইন গ্রিন' ৫ উইকেটে পরাস্ত হয়েছে। যদিও ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটের কারণে খেলতে পারেননি। কিন্তু, এই না খেলাটাই যে তাঁর কেরিয়ারে দুর্যোগের কালো মেঘ বয়ে আনবে, সেটা বোধহয় কেউ কল্পনাও করেননি। কী হয়েছে ঘটনাটি? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
Hardik Pandya: এশিয়া কাপ ফাইনালে কেন খেলছেন না হার্দিক? গোপন কথা ফাঁস করলেন সূর্যকুমার
সম্প্রতি, আইসিসি তাদের সর্বশেষ ব়্যাঙ্কিং প্রকাশ করেছে। আর সেই ব়্যাঙ্কিং দেখেই মাথায় হাত পড়েছে হার্দিক পান্ডিয়ার। আসলে, এতদিন ধরে তিনি এই তালিকার শীর্ষস্থানে রাজত্ব করছিলেন তিনি। কিন্তু, এবার তাঁকে সিংহাসনচ্যুত করে টপ ওয়ানে উঠে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্টে সাইম ব্যাট হাতে একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। কিন্তু, বল হাতে নজর কেড়েছেন সকলের। আর সেকারণেই আইসিসি টি-২০ ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। প্রসঙ্গত, এই প্রথমবার হার্দিক পান্ডিয়াকে টেক্কা দিতে পারলেন আইয়ুব।
বিশ্বের ১ নম্বর অলরাউন্ডারের খেতাব সাইম আইয়ুবের
বুধবার (১ অক্টোবর) আইসিসি-র সর্বশেষ ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ অলরাউন্ডারদের তালিকায় টিম ইন্ডিয়ার স্টার পারফরমার হার্দিক পান্ডিয়ার খেতাব কেড়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের সাইম আইয়ুব আপাতত আন্তর্জাতিক টি-২০ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন। উল্লেখ্য, এই প্রথমবার আইয়ুব এমন কৃতিত্ব অর্জন করলেন।
Saim Ayub goes past Hardik Pandya to become the No. 1 allrounder in T20Is! pic.twitter.com/tbvN3xtZfm
— Omkar Mankame (@Oam_16) October 1, 2025
উল্লেখ্য, সাইম আইয়ুব মোট ৪ ধাপ উপরে উঠে এসেছেন। তাঁর ঝুলিতে আপাতত ২৪১ রেটিং পয়েন্ট রয়েছে। অন্য়দিকে, হার্দিক পান্ডিয়া ১ ধাপ নীচে নেমেছেন। হার্দিকের ঝুলিতে আপাতত ২৩৩ রেটিং পয়েন্ট রয়েছে। বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে হড়কে গিয়েছেন। এর পাশাপাশি ২৩১ রেটিং পয়েন্ট তিনি তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। চতুর্থ স্থানে রয়েছেন নেপালের দীপেন্দ্র সিং। তাঁর রেটিং পয়েন্ট ২১৪। এছাড়া জিম্বাবোয়ের সিকন্দর রাজা (২৩১ রেটিং পয়েন্ট) এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
Hardik Pandya Out Controversy: চরম বিপদে পড়লেন হার্দিক, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন নিজের দুর্ভোগ!
২০২৫ এশিয়া কাপে আইয়ুবের দুর্দান্ত বোলিং
২০২৫ এশিয়া কাপে সাইম আইয়ুব দুর্দান্ত বোলিং করেছেন। টুর্নামেন্টের ৭ ম্য়াচে তিনি মোট আটটি উইকেট শিকার করেছেন। যদিও ব্যাটিং ডিপার্টমেন্টে সাইম একেবারে ফ্লপ হয়ে যান। এবারের এশিয়া কাপে তিনি ৪ ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us