নতুন বছরের শুরুতেই নিজের সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা স্বীকারোক্তি হার্দিক পাণ্ডিয়ার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক পাণ্ডিয়া জানালেন, অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকেই তিনি বিয়ে করতে চলেছেন। সুন্দরীর সঙ্গে ছবি পোস্ট করে হার্দিক ক্যাপশনে লিখলেন, "আমার আতসবাজির সঙ্গে বছর শুরু করছি।"
সার্বিয়ান অভিনেত্রী নাতাশা বহুদিনই ভারতে রয়েছেন। বলিউডের বহু সিনেমায় দেখা গিয়েছে। মূলত আইটেম গার্ল হিসেবেই বি-টাউনে পরিচিতি তাঁর। সত্যাগ্রহ (২০১৩), অ্যাকশন জ্যাকসন (২০১৪), ফুকরে রিটার্নস (২০১৭) সহ একাধিক সিনেমায় সেলুলয়েডের পর্দা কাঁপিয়েছেন তিনি।
আরও পড়ুন বিয়ের বাইরেও একাধিক সম্পর্ক! হার্দিকের ‘গুরু’র বেলাগাম মন্তব্যে ঝড়
বেশ কয়েকবছর ধরেই নাতাশার সঙ্গে হার্দিকের প্রেমের গুঞ্জন চলছে। সংবাদমাধ্যমে একাধিকবার লেখা হয়েছে দুই তারকার সম্পর্কের বিষয়ে। হার্দিক কার্যত সেই গুজবেই সরকারি শিলমোহর দিলেন নতুন বছরের সকালে। সেই ছবিতে প্রথমেই কমেন্ট করেন জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এবং হার্দিক পাণ্ডিয়ার বউদি পাঙ্খুরি শর্মা। অর্জুন কাপূর সহ বলিউডের বহু তারকারাও হার্দিকের পোস্টে কমেন্ট করেছেন।
View this post on InstagramStarting the year with my firework ❣️
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on
হার্দিকের সঙ্গে এর আগে একাধিক তারকার সম্পর্কের গুজব ছড়িয়েছে। এল্লি আব্রাম, লিজা শর্মা থেকে পরিণীতি চোপরা- প্রত্যেকের সঙ্গেই লিঙ্ক আপের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরিণীতি স্বয়ং এই গুজবে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন। সেই গুজবের জমানা আপাতত অতীত। সত্যিই এবার নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হার্দিক।
গত বছরে সেপ্টেম্বরে পিঠে চোট পেয়েছিলেন তারকা অলরাউন্ডার। আপাতত রিকভারিতে রয়েছেন তিনি। ২০১৮-র জানুয়ারিতে পিঠে চোট পেয়েছিলেন তিনি। সেই পুরনো জায়গাতেই ফের একবার চোট পেয়েছেন সেপ্টেম্বরে। বিশ্বকাপে খেললেও দেশের মাটিতে অধিকাংশ সিরিজে বাইরে ছিলেন তিনি।
আরও পড়ুন কৃতকর্মের ফল? সোশালে নয়, গ্যালারিতে ট্রোলড হার্দিক
জানুয়ারির শেষ সপ্তাহে ভারতীয়-এ দলের জার্সিতে নিউজিল্যান্ডে পাড়ি দেবেন তিনি। সেখানে ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি তিনটে বেসরকারি ওয়ান ডে খেলবেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখনই ফেরানো হচ্ছে না তাঁকে। তাই ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে রাখা হয়নি তাঁকে।
এ দলে খেলেই পাণ্ডিয়াকে পরে সিনিয়রদের স্কোয়াডে খেলানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতীয় দল খেলতে যাচ্ছে নিউজিল্য়ান্ডে।