/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Hardik-Pandya-Ruled-Out-Of-Australia-Series-Due-To-Lower-Back-Stiffness.jpg)
ছিটকে গেলেন পাণ্ডিয়া, দলে এলেন জাদেজা (ছবি-টুইটার)
কথায় বলে কারোর পৌষমাস তো কারোর সর্বণাশ। পিঠের সমস্যার জন্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডারের পরিবর্তে দলে এলেন রবিন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ভারত দু'টি টি-২০ ও পাঁচটি ওয়ান-ডে ম্যাচের সিরিজ খেলবে। আগামী রবিবার বিশাখাপত্তনমে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শুরুর দু'দিন আগেই ভারতীয় শিবিরে এল দুঃসংবাদ।
আরও পড়ুন: পাণ্ডিয়া বললেন থ্যাঙ্ক ইউ, পাশে পেলেন কোহলিকে
এদিন বিসিসিআই এক বিবৃতি মারফত জানিয়েছে, "টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া আসন্ন টি-২০ ও ওয়ান-ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছে। তাঁর পিঠের নিচে টান ধরছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্প চলবে। আগামী সপ্তাহ থেকেই সেটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে টি-২০ স্কোয়াড ১৪ দলের। পাণ্ডিয়ার পরিবর্তে রবিন্দ্র জাদেজাকে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের জন্য ডাকা হয়েছে।"
NEWS: Hardik Pandya ruled out of Paytm Australia’s tour of India due to lower back stiffness. @imjadeja has been named replacement for Hardik Pandya for the 5 ODIs #AUSvINDpic.twitter.com/l8DUOuDlU3
— BCCI (@BCCI) February 21, 2019
পাণ্ডিয়া এর আগেও পিঠের যন্ত্রণায় ভুগেছেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় পিঠের চোটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ফলে ঘরের মাঠে উইন্ডিজের বিরুদ্ধেও খেলা হয়নি তাঁর। এরপর পাণ্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পান। কিন্তু টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়ান পাণ্ডিয়া ও লোকেশ রাহুল। যার ফলে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসিত হন তাঁরা। এরপর পাণ্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান-ডে ম্যাচে দলে ফেরেন।