নতুন বছরে এনগেজমেন্ট সেরে ফেলেছেন। ভক্তদের সঙ্গে বান্ধবীর পরিচয় সেরে ফেলার এক ঘণ্টার মধ্যে দুবাইয়ে বাগদান পর্ব সেরে সকলকে চমকে ফেলেছেন। তারপরেই সুখবর পেলেন হার্দিক। চোট সারিয়ে খুব শীঘ্রই তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।
ছয় সপ্তাহের জন্য নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা হবে রবিবারে। সিরিজ শুরু জানুয়ারির ২৪ তারিখে। যেখানে ভারত পাঁচটা টি২০, তিনটে ওয়ান ডে এবং দুটো টেস্ট খেলবে। এই সফরেই সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারেন হার্দিক। ইঙ্গিত এমনটাই। ওয়ান ডে ও টি২০ মিলিয়ে আটটা ম্যাচ খেলবে ভারত। কিউয়িদের বধ করতে পুরো ফিট হার্দিক কোহলির অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন।
এখন দেখার রবিবার নির্বাচকরা দল ঘোষণা করার সময়ে ১৫ জনের বদলে ১৬ নাকি ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন। ঘটনা হল, ভারতীয় সিনিয়র দল নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই ইন্ডিয়া-এ দল আবার সিরিজ খেলতে পৌঁছে যাবে কিউয়িদের দেশে। প্রয়োজন হলে ইন্ডিয়া-এ দলের কিছু ক্রিকেটারদের জরুরি ভিত্তিতে অন্তর্ভূক্ত করা হতে পারে সিনিয়র স্কোয়াডে।
চলতি বছরেই আবার টি২০ বিশ্বকাপ। সেই জন্য টি২০ স্কোয়াডের উপরে নির্বাচকরা বাড়তি নজর দিচ্ছেন। সদ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জিতেছে ভারত। এই স্কোয়াডের প্রত্যেককেই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে দেখা যেতে পারে। বাড়তি সংযোজন হতে পারেন হার্দিক। যিনি ইতিমধ্যেই এ দলের হয়ে খেলতে ব্যস্ত নিউজিল্যান্ডে।
দুটো ওয়ার্ম আপ ম্যাচ সহ লিস্ট-এ ম্যাচে হার্দিক নিজের ফিটনেস প্রমাণ করতে পারলে সিনিয়র স্কোয়াডে হার্দিককে নিয়ে নেওয়া হবে। নিউজিল্যান্ডে ভারত-এ দলের শেষ ম্যাচ ২৬ জানুয়ারি। সেক্ষেত্রে তৃতীয় টি২০ ম্যাচে হার্দিককে অন্তর্ভূক্ত করে নেওয়া হবে সরাসরি।
বোর্ডের এক আধিকারিক পিটিআই-কে বলেছেন, "হার্দিক বিশ্বকাপের অন্যতম অস্ত্র। ওকে স্রেফ দেখতে হবে ও পুরোপুরি ফিট কিনা!" জানা গিয়েছে, ওয়ান ডে স্কোয়াডেও টি২০ ক্রিকেটারদের প্রাধান্য থাকবে। ওয়ান ডে স্কোয়াডের একমাত্র দুর্বল জায়গা কেদার যাদব। যিনি চাপ সত্ত্বেও ৫০ ওভারের ক্রিকেটে নিজের জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি নজর থাকবে অজিঙ্কা রাহানে এবং সূর্যকুমার যাদবের উপরে।
Read the full article in ENGLISH