Pandya was stripped of vice-captaincy: হার্দিক পান্ডিয়া ইস্যুতে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। তিনি প্রশ্ন করেছেন, 'হার্দিক পান্ডিয়াকে কেন সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়।' পেস বোলার জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়া সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন। তাঁর চোট। তারপরও আসন্ন ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক করা হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আর, তাতেই বিস্মিত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটরক্ষক বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেছেন, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কেন আর সাদা বলের ফরম্যাটে ভারতের সহ-অধিনায়ক নন? সম্প্রতি ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের সিরিজে প্রায় পূর্ণ শক্তির টি২০ দল ঘোষণা করেছে। সেই সিরিজেই হার্দিককে অধিনায়ক সূর্যকুমার যাদবের সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পরিবর্তে, স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলের নতুন টি২০ সহ-অধিনায়ক করা হয়েছে। ভারত গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে শেষ দুটি টি২০ ম্যাচে কোনও সহ-অধিনায়ক রাখেনি। শ্রীলঙ্কায় অধিনায়ক হিসেবে প্রথমবারর মতো সূর্যকুমার যাদব নেতৃত্ব দিয়েছেন তাঁর সহ-অধিনায়ক ছিলেন শুভমান গিল। তারপর থেকে শুভমান টি২০-তে জায়গাই পাননি।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি২০ বিশ্বকাপের পর পান্ডিয়া ভারতের টি২০ দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ২০২৪ টি২০ বিশ্বকাপেও তিনি ভারতের টি২০ দলের অধিনায়ক থাকবেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু, ২০২৩ সালের অক্টোবরে ৫০ ওভারের বিশ্বকাপের সময় তাঁর গোড়ালিতে চোট লাগে। এরপর ২০২৪ সালের মার্চে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়ে পান্ডিয়া ক্রিকেটে ফেরেন। কিন্তু, ততদিনে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি রোহিতকে আরেকটি আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ জেতে। পান্ডিয়া বিজয়ী দলে ছিলেন। ব্যাট আর বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
গত বছর ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল যে, পান্ডিয়ার ফিটনেসের অভাব আছে। আর, সেটা নির্বাচক কমিটির প্রধান উদ্বেগের বিষয়। সেই জন্যই নির্বাচকরা মনে করেছেন পান্ডিয়া নন। ৩৩ বছর বয়সি সূর্যকুমার যাদবই ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য। তবে, সূর্যকুমারের সহকারি হিসেবেও পান্ডিয়াকে না রাখাটাই কার্তিককে অবাক করেছে। তাঁর নেতৃত্বে ১৬টি টি২০-র মধ্যে পান্ডিয়া ভারতকে ১১টি টি২০ ম্যাচে জিতিয়েছেন। ৪টি সিরিজের মধ্যে তিনি ৩টি সিরিজে টিম ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন- ৩০ লক্ষ কুকুর মেরে হবে বিশ্বকাপ ফুটবল! মহাযজ্ঞ আয়োজনের আগেই ভয়ংকর বিতর্কে মরক্কো
এই ব্যাপারের সংবাদমাধ্যমকে কার্তিক বলেছেন, 'আমি সত্যিই অবাক। আমি জানি না কেন হার্দিককে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে! আমি এর কোনও কারণ দেখছি না। ওরা যা করেছে, ভালো করেছে। ও যেখানে সহ-অধিনায়ক ছিল, সেখানেও দ্বিপাক্ষিক সিরিজে ভারত জিতেছে। সত্যি, কিছুই বুঝতে পারছি না।' দীনেশের এই অভিযোগের মধ্যেই ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ভারত টি২০ অভিযান শুরু করতে চলেছে।