Harmanpreet Kaur: ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) আপাতত ইংল্যান্ড সফরে গিয়েছে। ব্রিটিশভূমে তারা পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজের পর তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে। টিম ইন্ডিয়া (IND W vs ENG W) ইতিমধ্যে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে এবং ৩-২ ব্যবধানে এই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্য়াচটি ১২ জুলাই এজবাস্টনে আয়োজন করা হয়েছিল। সিরিজের শেষ ম্য়াচে আয়োজক দেশ ৫ উইকেটে জয়লাভ করে। তবে এই ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এক নয়া কৃতিত্ব অর্জন করলেন। সেইসঙ্গে হাসতে হাসতে ভেঙে ফেললেন মিতালি রাজের (Mithali Raj) রেকর্ডও।
সর্বাধিক আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলা ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা অন্তিম টি-২০ ম্য়াচে যখন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর যখন ময়দানে নেমেছিলেন, সেইসময় তিনি একটি অনন্য রেকর্ড হাসিল করেন। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক ম্য়াচ খেলার রেকর্ড। শনিবার হরমনপ্রীত কৌর তাঁর কেরিয়ারের ৩৩৪ নম্বর ম্য়াচ খেলতে নেমেছিলেন। সেইসঙ্গে তিনি মিতালি রাজের ৩৩৩ আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলার রেকর্ডও ভেঙে দেন। উল্লেখ্য, হরমনপ্রীত কৌর এখনও পর্যন্ত ৬ টেস্ট ম্যাচ, ১৪৬ ওয়ানডে ম্য়াচ এবং ১৮২ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন।
IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত
ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলেছেন যাঁরা:
- হরমনপ্রীত কৌর : ৩৩৪ ম্যাচ*
- মিতালি রাজ : ৩৩৩ ম্য়াচ
- ঋুলন গোস্বামী : ২৮৪ ম্য়াচ
IND W vs ENG W 4th T20: ব্রিটিশদের বিধ্বস্ত করে গর্জন বাঘিনীদের, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস টিম ইন্ডিয়ার
টিম ইন্ডিয়ার নজর আপাতত ওয়ানডে সিরিজের উপর
টি-২০ সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৩-২ ব্যবধানে জয়লাভ করার পর এবার তারা ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে এগোচ্ছে। আগামী ১৬ জুলাই থেকে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এই সিরিজের হাত ধরেই টিম ইন্ডিয়া আগামী মহিলা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেন। সেইদিক থেকে আগামী সিরিজটাও ভারতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি সাউদাম্পটনে আয়োজন করা হবে। আগামী ১৯ জুলাই লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে দ্বিতীয় ম্য়াচ। আর আগামী ২২ জুলাই চেস্টার লি স্ট্রিটে খেলা হবে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচ।