/indian-express-bangla/media/media_files/2025/04/22/IojX0F426L3Bp2GALIBg.jpg)
বৈবব অরোরা এবং হর্ষিত রানা
Harshit Rana Angry: টি-২০ ফরম্য়াটে জস বাটলার (Jos Buttler) এমন একজন ব্য়াটার যিনি কখনও দ্বিতীয়বার সুযোগ দেন না। কিন্তু, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলার বৈভব অরোরা সেই ভুলটাই করে বসলেন। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্য়াচ চলাকালীন একটি গুরুত্বপূর্ণ সময়ে বাটলারের সহজ ক্যাচ মিস করেন তিনি। সেই যাত্রায় বাটলার বেঁচে যান এবং এরপর আর আউট করার সুযোগ দেননি।
রাগে ফেটে পড়লেন হর্ষিত রানা
ম্য়াচের ১৫ ওভারে গুজরাট টাইটান্সকে যখন দ্রুত গতিতে রান করার দরকার ছিল, সেইসময় কেকেআর পেসার হর্ষিত রানা অফ স্টাম্পের বাইরে একটি লেংথ ডেলিভারি করেছিলেন। এই বলে বড় শট হাঁকাতে যান জস বাটলার। মিড অফে দাঁড়িয়ে থাকা বৈভব অরোরার কাছে ক্যাচটা ধরার সহজতম সুযোগ ছিল। কিন্তু, একেবারে শেষবেলায় ক্যাচটা তাঁর হাত থেকে ফসকে যায়।
Ajinkya Rahane on KKR Loss: রেগে আগুন রাহানে, কার ঘাড়ে চাপালেন গুজরাটের বিরুদ্ধে হারের বোঝা?
এর থেকে বেশ ক্ষতি আর কীই বা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের কাছে? কিন্তু, সেটাও হয়েছে। বলটা বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। আর সেইসঙ্গে বাটলারের খাতায় আরও ৪ রান যুক্ত হয়। এই ঘটনার পর রাগে ফেটে পড়েন হর্ষিত রানা। কারণ বাটলারকে তিনি বোকা বানিয়েছিলেন এবং আউট করার একটা সহজ সুযোগ ছিল। কিন্তু, ক্যাচ ফসকে যাওয়ার কারণে সেই সুযোগও হাতছাড়া হয়ে যায়। এরপর বাটলার আর ফিরে তাকাননি। কেকেআর বোলারদের কচুকাটা করেছেন।
গুজরাটের বিরুদ্ধে ৩৯ রানে পরাস্ত কেকেআর
টস হেরে গুজরাট প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুভমান গিল এবং সাই সুদর্শেনের অর্ধশতরানের দৌলতে তাঁরা ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। মাত্র ৫৫ বলে ৯০ রান করেন শুভমান গিল। অন্যদিকে, ৫২ রান করেন সাই সুদর্শন। জস বাটলার এই ম্য়াচে ২৩ বলে ৪১ রান করেন। কলকাতার ব্যাটারদের মধ্যে অজিঙ্কা রাহানে ছাড়া কেউ সেভাবে নজর কাড়তে পারেননি। একমাত্র রাহানেই দলের হয়ে সর্বাধিক ৫০ রান করেন। শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এই ম্য়াচে ৩৯ রানে হেরে যায়।