IPL 2025: পিচকে নিশানা করে বিপাকে হর্ষ-সাইমন! KKR vs GT ম্যাচ থেকেই ইডেনে নিষিদ্ধ দুই জনপ্রিয় কমেন্টেটর

Pitch Controversy: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) BCCI-এর কাছে হর্ষ ভোগলে এবং সাইমন ডুলকে কলকাতার ইডেন গার্ডেন্সে কমেন্ট্রি থেকে দূরে রাখার জন্য আবেদন করেছে। যা ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়ায়।

Pitch Controversy: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) BCCI-এর কাছে হর্ষ ভোগলে এবং সাইমন ডুলকে কলকাতার ইডেন গার্ডেন্সে কমেন্ট্রি থেকে দূরে রাখার জন্য আবেদন করেছে। যা ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harsha Bhogle-Simon Doull Banned: হর্ষ ভোগলে এবং সাইমন ডুল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের পিচের সমালোচনা করেছিলেন

Harsha Bhogle-Simon Doull Banned: হর্ষ ভোগলে এবং সাইমন ডুল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের পিচের সমালোচনা করেছিলেন

Eden Gardens Pitch Controversy: IPL 2025-এ পিচ সংক্রান্ত বিতর্ক শেষই হচ্ছে না। কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে থেকে এলএসজি মেন্টর জাহির খান পর্যন্ত হোমগ্রাউন্ডের পিচের সমালোচনা করেছেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা হয় সরাসরি বা ইঙ্গিতে সমালোচনা করেও কৌশলে বেরিয়ে গেছেন। কিন্তু দুই জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এবং সাইমন ডুল পিচের সমালোচনা করে বিপাকে পড়েছেন।

Advertisment

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) BCCI-এর কাছে হর্ষ ভোগলে এবং সাইমন ডুলকে কলকাতার ইডেন গার্ডেন্সে কমেন্ট্রি থেকে দূরে রাখার জন্য আবেদন করেছে। যা ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়ায়।

হর্ষ ভোগলে এবং সাইমন ডুল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের পিচের সমালোচনা করেছিলেন। এর ফলে CAB BCCI-এর কাছে অভিযোগ জানিয়েছে এবং তারা অনুরোধ করেছে যে তাঁদের দুজনকে কেকেআর-এর হোম ম্যাচে ধারাভাষ্যের দায়িত্ব যেন না দেওয়া হয়। নিউজিল্যান্ডের সাইমন ডুল সম্প্রতি বলেছিলেন যে, স্পিনারের জন্য উপযুক্ত পিচের অনুরোধ কিউরেটর গ্রহণ না করলে কেকেআরকে তাদের ফ্র্যাঞ্চাইজি অন্যত্র সরিয়ে নিতে হবে।

আরও পড়ুন রেগে আগুন রাহানে, কার ঘাড়ে চাপালেন গুজরাটের বিরুদ্ধে হারের বোঝা?

Advertisment

হর্ষ ভোগলেও উল্লেখ করেছেন যে কোনও দলের হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত। কেকেআর তাদের প্রথম তিনটি হোম ম্যাচের মধ্যে দুটি হেরেছে। এই হারের প্রেক্ষিতে একটি ওয়েবসাইটে প্যানেল আলোচনার সময় হর্ষ এবং ডুল পিচ কিউরেটরদের সমালোচনা করেছিলেন।

তাঁদের মন্তব্যে অসন্তুষ্ট হয়ে CAB সচিব নরেশ ওঝা প্রায় ১০ দিন আগে BCCI-কে একটি চিঠি লিখে ভোগলে এবং ডুলকে তাদের হোম ম্যাচের কমেন্ট্রি প্যানেল থেকে সরানোর আবেদন জানিয়েছিলেন।

আরও পড়ুন প্লে-অফের যাবতীয় আশা শেষ! কোন অঙ্কে অসাধ্যসাধন করতে পারবে কেকেআর?

বিস্ময়কর ব্যাপার হল সোমবার কেকেআর (KKR) এবং গুজরাট টাইটান্সের (Gujarat Titans) মধ্যে ম্যাচে না ভোগলে এবং না ডুল ধারাভাষ্য দিয়েছেন।

ভোগলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, জনপ্রিয় কমেন্টেটরকে কেকেআর-এর কোনও ম্যাচের জন্য নির্বাচিত করা হয়নি। তবে এটি নিশ্চিত করা যায়নি যে এই সিদ্ধান্ত সিএবি-র আনুষ্ঠানিক অভিযোগের আগে বা পরে হয়েছিল কিনা। সিএবি-র একজন আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, "ভোগলে এবং ডুল এখন কেকেআর-এর হোম ম্যাচের জন্য আইপিএল কমেন্ট্রি টিমের অংশ নয়। তবে ২৩ এবং ২৫ মে ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল অনুষ্ঠিত হলে পরিস্থিতি বদলাতে পারে।"

আরও পড়ুন বিয়ে করতে চলেছেন শুভমান, টসের আগে কেন এই প্রশ্ন করা হল গুজরাট ক্যাপ্টেনকে?

IPL 2025 Gujarat Titans KKR