Tennis Player Shot Dead: তরুণীকে লক্ষ্য় করে পর পর গুলি! বাবার হাতেই খুন জনপ্রিয় টেনিস তারকা

Tennis Player Radhika Yadav Shot Dead: পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃতার বাবাকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

Tennis Player Radhika Yadav Shot Dead: পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃতার বাবাকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tennis Player Shot Dead: তরুণী টেনিস প্লেয়ারের নৃশংস হত্যা

Tennis Player Shot Dead: তরুণী টেনিস প্লেয়ারের নৃশংস হত্যা

Haryana Tennis Player Radhika Yadav Shot Dead By Father: তরুণী টেনিস প্লেয়ারের নৃশংস হত্যা! খুনি আর কেউ নন, তাঁর নিজের বাবা! মর্মান্তিক এবং বীভৎস এই হত্যাকাণ্ড ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। সেখানকার সুশান্ত লোক ফেজ-২ এলাকায় এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে বলে খবর। তরুণী টেনিস প্লেয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

Advertisment

জানা গিয়েছে, মৃতার নাম রাধিকা যাদব। তাঁর বাবা তাঁকে লক্ষ্য করে ৫টি বুলেট ফায়ার করেন। তার মধ্যে তিনটি বুলেট শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাধিকার।

রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা প্রচুর প্রতিযোগিতা জিতেছেন। ২৫ বছরের উদীয়মান তারকা অনেক টেনিস খেতাব ঝুলিতে পুরেছেন। বৃহস্পতিবার তাঁদের বাড়ির মধ্যে থেকে পাঁচ রাউন্ড গুলি চলার বিকট শব্দ আসে বলে জানান প্রতিবেশীরা। তাঁরা ছুটে গিয়ে দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাধিকা। মেঝে ভেসে যাচ্ছে রক্তে। তাঁর বাবার হাতে পিস্তল।

Advertisment

আরও পড়ুন দুরন্ত গতিই কাড়ল প্রাণ, ফুটবল তারকার ভয়াবহ মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃতার বাবাকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। 

কেন বাবা খুন করল তরুণীকে?

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেয়ের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে আপত্তি ছিল বাবার। ইনস্টাগ্রামে বিভিন্ন রকম রিলস বানাতেন রাধিকা, যা একেবারেই পছন্দ ছিল না বাবার। রাগের মাথায় এদিন মেয়েকে গুলি করে খুন করেন তিনি। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আপাতত রাধিকার বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন ৪১-য়েই শেষ পথচলা, সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে তারকা ক্রিকেট আম্পায়ার

haryana tennis Shot Dead