Diogo Jota Death Reason: গত সপ্তাহে লিভারপুল (Liverpool FC) এবং পর্তুগালের ফরোয়ার্ড দিয়োগো জোতা (Diogo Jota) ও তাঁর ভাই আন্দ্রে সিলভা’র ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর মামলায় স্প্যানিশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়ি জোতা নিজেই চালাচ্ছিলেন এবং নির্ধারিত গতিসীমার থেকে অনেক বেশি গতিতে গাড়ি চলছিল।
২৮ ও ২৫ বছর বয়সী এই দুই ভাই ওই দুর্ঘটনায় প্রাণ হারান। স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৩০ মিনিটে উত্তর-পশ্চিম স্পেনের সেরনাদিলা শহরের কাছে এ-৫৩ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
তাঁরা দু’জনেই পর্তুগাল থেকে স্পেনের উত্তর উপকূলে অবস্থিত সানতান্দার যাচ্ছিলেন, যেখানে লিভারপুলের সঙ্গে তাদের প্রি-সিজন ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল। তাঁদের ল্যাম্বর্ঘিনি গাড়িটি অত্যধিক গতিতে চলার কারণে রাস্তা থেকে ছিটকে যায় এবং গাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে গাড়ির পুড়ে যাওয়া ও ছিন্ন-ভিন্ন অংশগুলো উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন জীবনের শেষ গোলেও জিতিয়েছিলেন ডার্বি, লিভারপুলের অমর নায়ক হয়েই বিদায় জোতার! ভাইরাল ভিডিও
সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ছোট একটি সার্জারির পরে জোতাকে বিমান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।
মঙ্গলবার স্প্যানিশ সিভিল গার্ড জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া সমস্ত প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে জোতাই স্পোর্টস কারটি চালাচ্ছিলেন এবং গাড়ির গতি হাইওয়ের নির্ধারিত সীমা (১২০ কিমি/ঘণ্টা)-এর চেয়ে অনেক বেশি ছিল।
আরও পড়ুন বিমান ছেড়ে কেন ফিরছিলেন গাড়ি চালিয়ে? জোতার মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, অন্যান্য বিষয়ে গাড়ির চাকার দাগও পরীক্ষা করা হচ্ছে। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি।
জোতা ও সিলভার শেষকৃত্য তাঁদের জন্মশহর গন্ডোমারে সপ্তাহান্তে সম্পন্ন হয়। সেখানে লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের অনেক সতীর্থ-সহ ফুটবল দুনিয়ার তাবড় তারকারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন জোতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ লিভারপুল, তারকার স্মরণে চোখে জল আনা সিদ্ধান্ত ক্লাবের
দুর্ঘটনার ঠিক ১০ দিন আগে জোতা তাঁর শৈশবের প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁর তিনটি ছোট সন্তান রয়েছে। লিভারপুল প্রতিশ্রুতি দিয়েছে যে জোতার চুক্তির বাকি দুই বছরের সম্পূর্ণ অর্থ তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।