Hasin Jahan-Shami: যৌনকর্মীদের উপর টাকা লুটিয়ে বরবাদ সামি! প্রাক্তন স্বামীকে যা-তা আক্রমণ হাসিনের

Hasin Jahan-Mohammed Shami: সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে সামিকে নির্দেশ দিয়েছে যে, তিনি প্রতি মাসে হাসিন জাহান ও তাঁদের মেয়েকে মোট ৪ লক্ষ টাকা খোরপোশ হিসেবে দিতে হবে।

Hasin Jahan-Mohammed Shami: সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে সামিকে নির্দেশ দিয়েছে যে, তিনি প্রতি মাসে হাসিন জাহান ও তাঁদের মেয়েকে মোট ৪ লক্ষ টাকা খোরপোশ হিসেবে দিতে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami-Hasin Jahan: মহম্মদ সামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসিন জাহানের

Mohammed Shami-Hasin Jahan: মহম্মদ সামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসিন জাহানের

Hasin Jahan Viral Video on Mohammed Shami: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami) এবং তাঁর প্রাক্তন স্ত্রী ও মডেল হাসিন জাহান (Hasin Jahan) ফের শিরোনামে উঠে এসেছেন। গত ৬-৭ বছর ধরে দু’জনের মধ্যে আইনি লড়াই চলছে। হাসিন জাহান তাঁর মেয়ের ভবিষ্যৎ আর নিজের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে সামিকে নির্দেশ দিয়েছে যে, তিনি প্রতি মাসে হাসিন জাহান ও তাঁদের মেয়েকে মোট ৪ লক্ষ টাকা খোরপোশ হিসেবে দিতে হবে। এই রায়ের পর থেকেই দু’জনকে নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হাসিন জাহানের দুটি পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহান প্রায়ই নিজের কথা সবার সামনে রাখেন, ট্রোল হতে হলেও পিছপা হন না। গত ২৪ ঘণ্টায় তিনি এমন দুইটি পোস্ট করেছেন যা হইচই ফেলে দিয়েছে। এক ভিডিও গানের সঙ্গে নিজের ভিডিও জুড়ে শামিকে ট্যাগ করে তিনি লিখেছেন, “ডোন্ট ওয়ারি মাই লাভ” মরার দিন পর্যন্ত আমরা একটা শক্ত সম্পর্ক বাঁচিয়ে রাখব। আই লাভ ইউ সো মাচ জানু! আমার মতো বউ কোথায় পাবে যে এতটা মন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখবে? ডোন্ট ওয়ারি মাই লাভ, মরার দিন পর্যন্ত আমরা শক্ত সম্পর্ক রাখবই ইনশাআল্লাহ, তবে ঠিক তোমাকেই করতে হবে সেই সম্পর্ক কেমন হবে! ৭ বছর ধরে আমরা আইনি লড়াইতে জড়িয়ে আছি। কী লাভ হল তোমার? চরিত্রহীন, লোভী, ছোট মনের জন্য নিজের সংসারটাকেই শেষ করে দিলে। কত অপরাধী ভাড়া করেছিলে আমাকে মারতে, বদনাম করতে, হয়রানি করতে, কিছু পেলে তো? যেই টাকা হারামখোরদের পিছনে খরচ করলে, দেহব্যবসায় লুটিয়ে দিলে, সেই টাকা যদি মেয়ের পড়াশোনায়, জীবনে আর আমার ভাল থাকার জন্য খরচ করতে তাহলে কত ভাল হত। পাপ থেকেও বাঁচতে, আমরা মানসম্মানের সঙ্গে ভাল থাকতে পারতাম।’

আরও পড়ুন 'জোর করে মডেলিং ছাড়ায় সামি', আদালতে জয়ের পরই একের পর এক তোপ হাসিন জাহানের

Advertisment

‘দেখো আল্লাহ আমাকে কত সাহস আর ধৈর্য দিয়েছেন’

পোস্টে হাসিন আরও লিখেছেন, ‘দেখো, আল্লাহ আমাকে কতটা সাহস আর সহ্যশক্তি দিয়েছেন। আমি এখনও অধিকারের লড়াইয়ে দাঁড়িয়ে আছি। তুমি পুরো পৃথিবীর অপরাধীদের সঙ্গে নিয়ে নাও, তবুও আমার কিছু করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন সর্বশক্তিমান আল্লাহ। ধন্যবাদ আলহামদুলিল্লাহ। তুমি পুরুষতান্ত্রিক সমাজের সুযোগ নিয়ে আনন্দ পাও যে কিছু অসামাজিক মানুষ আমাকে ভুল বলছে। কিন্তু আমি আইনকে ভর করে আমার সমস্ত অধিকার আদায় করবই ইনশাআল্লাহ।’

আরও পড়ুন লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির

সমর্থকদেরও কটাক্ষ হাসিনের 

যাঁরা সামিকে সমর্থন দিচ্ছেন, তাদেরও একহাত নিয়েছেন হাসিন। তিনি লিখেছেন, ‘ভাবো তো কোন সমর্থন ভাল, সামাজিক না আইনগত? তবে মনে রেখো, যাঁরা তোমাকে আজকে সমর্থন দিচ্ছে তাঁরা আসলে তোমার অন্যায়কে সমর্থন করছে। যেদিন তোমার খারাপ সময় আসবে, এই মানুষগুলোই তোমার জীবন নরক করে দেবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখো।’

দ্বিতীয় পোস্টেও শামিকে আক্রমণ 

এরপর হাসিন আরেকটি পোস্ট করেন। এখানে নাম না নিলেও অনেকে মনে করছেন এটি শামিকেই উদ্দেশ্য করে লেখা। সেখানে তিনি লেখেন, ‘এক নরাধম নিজের বউয়ের থেকে ২ বছর বড় হয়েও নকল নথি বানিয়ে ৮ বছর কম বয়স দেখিয়ে রাখে। আর যখন বউ সেটা প্রমাণ করে দেয়, তখন সে সবার সামনে বলে, দেখো বউ আমার থেকে বড় ছিল, তবুও বিয়ে করেছি! তোর ঘরে আগে থেকেই কমবয়সী মেয়ে ছিল, তোর বউদি আগে থেকেই ছিল, তাহলে বিয়ে করলি কেন?’

শেষে হাসিন লিখেছেন, ‘বউ বুড়ি হোক বা তরুণী, খরচ তোকে দিতেই হবে। আমি বলছি তুই পুরো দুনিয়াকে কেঁদে বল, তোর ভউদি কত কমবয়সী আর বউ ৮০ বছরের! বউয়ের কোন তফাৎ পড়ে না এতে। ইনশাআল্লাহ তুই-ই শাস্তি পাবি আর পাচ্ছিসও আলহামদুলিল্লাহ।’

Mohammed Shami Hasin Jahan