WWE অর্থাৎ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট দুনিয়ার ইতিহাস যদি কখনও লেখা হয়, তাহলে সুপারস্টার রেসলার হাল্ক হোগানের (Hulk Hogan) নাম একেবারে প্রথম সারিতেই থাকবে। আসল নাম ছিল টেরি জিন বোলিয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ফ্লোরিডায় অবস্থিত বাড়িতেই আচমকা হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন তিনি।
WWE-র বেতাজ বাদশা ছিলেন হাল্ক হোগান। একজন স্বনামধন্য রেসলার হওয়ার পাশাপাশি বন্ধুদের প্রতি তাঁর মনটাও যে যথেষ্ট উদার ছিল, সেকথা সকলেই একবাক্যে স্বীকার করেন। কিন্তু, হাল্কের ব্যক্তিগত জীবন অবশ্য একেবারে সরলরেখা ধরে এগোয়নি। একাধিক বিতর্ক তাঁকে জীবনের বিভিন্ন সময় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তার মধ্যে অন্যতম হল, এই কিংবদন্তী রেসলারের তৃতীয় বিবাহ।
২৫ বছরের ছোট মেয়েকে বিয়ে করেছিলেন
প্রসঙ্গত, ২০২৩ সালে হাল্ক হোগান তৃতীয়বার বিয়ে করেছিলেন। পাত্রী ছিলেন তাঁর যোগা ইনস্ট্রাকটর স্কাই ডেলি। দুজনের মধ্যে বয়সের ফারাক ছিল ২৫ বছরের। সেইসময় একটি ইন্টারভিউয়ে তিনি স্বীকার করেছিলেন, তাঁর শরীর একেবারে জবাব দিয়ে দিয়েছিল। কার্যত হাঁটাচলাই করতে পারতেন না। সেইসময় ৪০ পাউন্ড ওজন কমিয়ে ছিলেন তিনি। পাশাপাশি ছেড়ে দেন মদ্যপানও। কিন্তু, যে মৃত্যুকে তিনি এত ভয় পেতেন, মাত্র ২ বছরের মধ্যেই তিনি পরলোকে গমন করলেন।
Hulk Hogan Death: হঠাৎ হার্ট অ্যাটাকে সব শেষ, কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি WWE তারকা
বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মারা যাওয়ার কয়েক সপ্তাহ আগে হাল্ক হোগান নাকি হার্টের একটা বড়সড় অপারেশন করিয়েছিলেন। ইউএস উইকলি-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৭১ বছর বয়সি এই WWE হল অফ ফেমার গত জুন মাসেই নাকি হার্টের ওই অপারেশনটা করিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি ক্রমশ সুস্থও হয়ে উঠছিলেন। এমন ঘটনা যে ঘটতে পারে, সেটা কেউ ঘুনাক্ষরেও টের পাননি। কিন্তু, ভাগ্য আর কে বদলাতে পারে। সেই হার্ট অ্যাটাকেই শেষপর্যন্ত মারা গেলেন হাল্ক হোগান।
Wrestler Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু WWE তারকার! শোকের ছায়া বিশ্বজুড়ে
আট এবং নয়ের দশকে কুস্তির আইকন
TMZ-এর একটি প্রতিবেদন অনুসারে, হার্ট অ্যাটাকের খবর পেয়ে চিকিৎসকরা তাঁর বাড়িতে এসেছিলেন। ক্লিয়ার ওয়াটারে অবস্থিত আবাসন থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। হাল্ক হোগানের বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৫৩ সালের ১১ অগাস্ট তিনি জর্জিয়ার অগাস্টা শহরে জন্মগ্রহণ করেছিলেন। হোগানের আসল নাম ছিল টেরি বোলিয়া। পেশাদার কুস্তির জগতে তিনি অন্যতম পরিচিত একটি মুখ ছিলেন। এরপর আট এবং নয়ের দশকে তিনি সুপারস্টার হয়ে ওঠেন। অসাধারণ ব্যক্তিত্ব, ক্যারিশমা এবং WWE-তে (তখন নাম ছিল WWF) দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে হাল্ক হোগানের জনপ্রিয়তা হয়ে উঠেছিল আকাশছোঁয়া।
গোটা রেসলিং কেরিয়ারে হাল্ক একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয় করেছেন। বেশ কয়েকটি রেসলম্য়ানিয়া ইভেন্টে তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে WCW পরিবর্তনেও সাহায্য করেন তিনি। তাঁর স্বতন্ত্র্য মুভ, লাল এবং হলুদ রংয়ের পোশাক যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। হাল্কের উচ্চতা ছিল ৬ ফুট ৭ ইঞ্চি। একটা সময় তাঁর বাইশেপ ২৪ ইঞ্চির ছিল। এমন কিংবদন্তী রেসলারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব।