/indian-express-bangla/media/media_files/2025/07/24/hulk-hogan-2025-07-24-22-35-50.jpg)
প্রয়াত কিংবদন্তী রেসলার হাল্ক হোগান
Hulk Hogan: কিংবদন্তি আমেরিকান রেসলার (WWE) হাল্ক হোগান ওরফে টেরি জিন ওয়েলিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় হাল্ক নিজের বাড়িতেই উপস্থিত ছিলেন। চিকিৎসকরা তাঁর বাড়িতে এলেও শেষরক্ষা করতে পারেননি।
Wrestler Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু WWE তারকার! শোকের ছায়া বিশ্বজুড়ে
প্রসঙ্গত, ১৯৫৩ সালের ১১ অগাস্ট জর্জিয়ায় জন্মগ্রহণ করেন হাল্ক। পেশাদার রেসলার হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের ছেলে সবার আগে সোশ্যাল মিডিয়ায় হাল্কের মৃত্যুর খবর শেয়ার করেছিলেন। ইউএস উইলি-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত জুন মাসেই হার্টের অপারেশন করিয়েছিলেন এই কিংবদন্তি রেসলার। কিন্তু, অপারেশন পর খুব বেশিদিন আর পৃথিবীর আলো দেখতে পেলেন না তিনি।
The legendary Hulk Hogan ❤️💛 pic.twitter.com/3daG7IDznf
— WWE (@WWE) July 24, 2025
কোহলির এই আকাশে আঙুল সেলিব্রেশনের আসল রহস্য কী, বোমা ফাটালেন WWE কিংবদন্তি
শোকজ্ঞাপন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি শোকবার্তা শেয়ার করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, 'WWE হল অফ ফেমার হাল্ক হোগানের মৃত্যুর খবরে আমরা সকলেই শোকস্তব্ধ। পপ সংস্কৃতি অন্যতম চর্চিত চরিত্র ছিলেন তিনি। আটের দশকে WWE-কে গোটা বিশ্বের দরবারে জনপ্রিয় করার পিছনে ওঁর অবদান ছিল অনস্বীকার্য। হোগানের পরিবার, বন্ধুবর্গ এবং সমর্থকদের এই কঠিন সময়ে সমবেদনা জানাই।'
WWE is saddened to learn WWE Hall of Famer Hulk Hogan has passed away.
— WWE (@WWE) July 24, 2025
One of pop culture’s most recognizable figures, Hogan helped WWE achieve global recognition in the 1980s.
WWE extends its condolences to Hogan’s family, friends, and fans.
সংক্ষেপে হোগানের কেরিয়ার
উল্লেখ্য, ১৯৭৭ সালে হোগান নিজের পেশাদার রেসলিং কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু, ১৯৮৩ সালে বিশ্ব রেসলিং ফেডারেশনের (WWF) সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর গোটা দুনিয়ায় পরিচিতি লাভ করেন। একেবারে শুরুর দিকে তিনি পাঁচবার WWF চ্যাম্পিয়ন হয়েছিলেন। প্রথম রেসলার হিসেবে তিনি লাগাতার রয়্যাল রাম্বল ম্য়াচও জয় করেছিলেন। ১,৪৭৪ দিন পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখেন। রেসলম্য়ানিয়া ইতিহাসে এতদিন ধরে আর কেউ খেতাব ধরে রাখতে পারেননি।