Wrestler Death: গোটা বিশ্বে WWE-র জনপ্রিয়তা যে কতখানি আকাশছোঁয়া, সেটা আর নতুন করে বলার দরকার নেই। আপাতত স্যাটারডে নাইট'স মেইন ইভেন্ট এবং ইভোলিউশন-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে সমর্থকদের মাথায় আচমকা বাজ পড়ল। ডগ পাউন্ড রেসলিং এবং এনডব্লিউএ টেক্সাসের আপডেট অনুসারে WWE-র প্রাক্তন তারকা নাকল্স ম্যাডসেন (Knuckles Madsen ) ওরফে কেভিন নিকেল মারা গিয়েছেন।
জানা গিয়েছে, তাঁকে নাকি গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া নেমে এসেছে রেসলিং দুনিয়ায়। গোটা বিশ্ব আপাতত শোকস্তব্ধ।
IPL-এ নামার আগেই বড় উপহার ভেঙ্কটেশকে! ভিডিওয় বার্তা WWE সুপারস্টারের, দেখুন
WWE দুনিয়ায় রেকর্ড কায়েম করেছিলেন নাকল্স ম্য়াডসেন
৪১ বছর বয়সি নাকল্স ম্য়াডসেন ২০১২ এবং ২০১৩ সালে WWE NXT-র হয়ে অংশগ্রহণ করেছিলেন। বেশ কয়েকজন খ্যাতনামা রেসলারের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বিগত কয়েক বছর ধরে তিনি ইন্ডিপেনডেন্ট সার্কিটে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ফ্যানেরা তাঁর প্রতিভাকে যথেষ্ট সমাদর করত।
কোহলির এই আকাশে আঙুল সেলিব্রেশনের আসল রহস্য কী, বোমা ফাটালেন WWE কিংবদন্তি
যদিও WWE দুনিয়ায় তিনি খুব বেশিদিন রাজত্ব করতে পারেননি। যদি কোম্পানিতে তিনি টিকে থাকতে পারতেন, তাহলে আজকের দিনে যথেষ্ট খ্যাতনামা রেসলার হিসেবে পরিচিতি লাভ করতেন। তা সত্ত্বেও একথা নির্দ্বিধায় বলা যেতে পারে, ১৮ বছরের রেসলিং কেরিয়ারে তিনি একাধিক সাফল্য অর্জন করেছিলেন।
নাকল্স ম্যাডসেনের মৃত্যুর খবরে শোকের ছায়া
বেনটন কাউন্টি শেরিফ জানিয়েছেন, শুক্রবার (১১ জুলাই) মাঝরাতে কেভিন নিকেলকে গুলি করা হয়েছে। স্থানীয় রজার্স অঞ্চলে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, পুলিশ আধিকারিকরা যখন ঘটনাস্থলে পৌঁছন, সেইসময় তাঁর পেট থেকে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। কেভিন নিকেলের মৃত্যুর খবর পেয়ে শোকজ্ঞাপন করেছে NWA Texas। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে লেখা হয়েছে, 'এই খবর শুনে আমরা প্রত্যেকেই খুব মর্মাহত। পেশাদার রেসলিংয়ে ওঁর অবদান ভোলার নয়। এই কঠিন সময়ে কেভিনের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ঈশ্বর ওঁর আত্মার শান্তি দিক।' নিকেলের মৃত্যুর ব্যাপারে এখনও পর্যন্ত খুব বেশি আপডেট পাওয়া যায়নি। কেন তাঁকে গুলি করে হত্যা করা হল, সেই কারণটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আশা করা যায়, শীঘ্রই এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসবে।