Hulk Hogan: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন WWE দুনিয়ার সবথেকে স্মরণীয় এবং শক্তিশালী রেসলার হাল্ক হোগান (টেরি বোলিয়া)। ৭১ বছর বয়সে ফ্লোরিডায় অবস্থিত নিজের বাড়িতেই মারা যান তিনি। বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর ইমারজেন্সি টিম তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। WWE-র পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, হাল্কম্য়ানিয়া শুধুমাত্র একটা শব্দ ছিল না। এটা ছিল একটা যুগের নাম। হাল্ক হোগান নিয়ে এই যুগের সূচনা করেছিলেন।
আট এবং নয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষ শৃঙ্গ স্পর্শ করেছিলেন হাল্ক হোগান। সেকারণে তাঁর মৃত্যুর খবর সমর্থকদের একেবারে হতবাক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপাতত তাঁর পুরনো ফাইট, এন্ট্রি এবং ডায়লগসের ভিডিও ঝড়ের গতিতে শেয়ার করা হচ্ছে। সত্যি কথা বলতে কী, হাল্ক হোগানের মৃত্যুতে একটা আস্ত যুগের অবসান হল। এই যুগে আমেরিকা থেকে ভারতবর্ষ, রেসলিংকে পপ সংস্কৃতিতে রূপান্তরিত করেছিল।
Hulk Hogan Death News: ২৫ বছরের ছোট মহিলাকে বিয়ে, কতটা বিতর্কিত ছিল হাল্ক হোগানের জীবন?
WWE থেকে কত টাকা উপার্জন করেছেন হাল্ক হোগান?
একটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, হাল্ক হোগানের মোট সম্পত্তির পরিমাণ ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২১৭ কোটি টাকার কোটি টাকার কাছাকাছি। WWE-র পাশাপাশি WCW-তেও তাঁর দাপট ছিল নজরকাড়া। WrestleMania III-এ আন্দ্রে দ্য জায়ান্টের বিরুদ্ধে তাঁর 'খেলা' আজও সকলের মনের মণিকোঠায় ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। WWE-র আগে হাল্ক হোগান ৭ বার WrestleMania-য় অংশগ্রহণ করেছিলেন। প্রতিবারই তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।
Hulk Hogan Death: হঠাৎ হার্ট অ্যাটাকে সব শেষ, কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি WWE তারকা
রিং-এর বাইরেও করেছিলেন যথেষ্ট সুনাম অর্জন এবং বাড়িয়েছিলেন সম্পত্তি
হাল্ক হোগানের প্রতিপত্তি শুধুমাত্র রেসলিং রিংয়েই সীমাবদ্ধ ছিল না। বেশ কয়েকটি হলিউড সিনেমাতেও কাজ করেছিলেন তিনি। Hogan Knows Best নামে একটি রিয়েলিটি শো যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। এছাড়া বড় বড় ব্র্যান্ডেও তিনি প্রধান মুখ হয়ে উঠেছিলেন। হাল্কের ব্যক্তিত্ব এবং ব্র্যান্ড ভ্যালুই আসলে এন্ডোর্সমেন্ট দুনিয়ার বেতাজ বাদশা করে তুলেছিল।
ব্যবসাতেও পাকিয়েছিলেন হাত, বিদ্ধ হয়েছিলেন একাধিক বিতর্কেও
২০১২ সালে WWE-র হল অফ ফেমের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাল্ক হোগান Hogan’s Beach Shop শুরু করে দেন। এটা একবার এবং রিটেল কম্বো ছিল। যদিও ২০১৫ সালে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সেই অডিও ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে। এরপর পার্টনারশিপ ভেঙে যায়। এরপর ফ্লোরিডায় তিনি দ্বিতীয়বার রিটেল শপ নির্মাণ করেছিলেন। হাল্কের মৃত্যুর পর খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে এত বিশাল অঙ্কের সম্পত্তি সামলাবেন কে? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।