কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা নির্দেশ মেনেই আসন্ন ইস্ট-মোহন ডার্বি 'ক্লোজড ডোর' খেলার কথা জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। দলের কর্মকর্তা, খেলোয়াড় ছাড়াও ম্যাচের রেফারি, মেডিক্যাল স্টাফ, টিভি ক্রু, মিডিয়া এবং প্রয়োজনীয় সুরক্ষা কর্মীরা ছাড়া আর কাউকেই স্টেডিয়ামে থাকতে দেওয়া হবে না। এমনকী অনুশীলনের সময়ও জারি থাকবে একই নির্দেশ।
আরও পড়ুন: করোনা আতঙ্কে পিছিয়ে গেল আইপিএল
শুক্রবার আইআইএফ সব আই লিগ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে স্কাইপে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। অন্যান্য ক্রীড়া ফেডারেশনকে (এনএসএফ) জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে "স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণকের জারি করা পরামর্শগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে কোনও ক্রীড়া ইভেন্টে কোনও জনসমাগম অনুষ্ঠিত হবে না।"
এহেন পরিস্থিতিতে ইস্ট-মোহন ম্যাচও দর্শকহীন গ্যালারিতেই হবে। আইএফএফের এই সিদ্ধান্তে শোকে বিহ্বল ডার্বি ভক্তকূল। যদিও ডার্বি ম্যাচের ক্ষেত্রে সমস্যা রয়েছে সময়সীমা ঘিরে। কীভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তায় ক্লাব কর্তারাও।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন