scorecardresearch

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ আয়োজনে শঙ্কা, প্রবল দুঃশ্চিন্তা কোহলিদের

ICC Cricket World Cup 2019: দুঃশ্চিন্তা ক্রিকেট বিশ্বের। ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে মঙ্গলবার। এমনটাই জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দফতর।

team india
দুই তারকার বিদায় বিশ্বকাপের পরেই (ফেসবুক)

মঙ্গলবার ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এখন থেকেই সেমির উত্তাপ চড়ছে। লিগ পর্বে ভারতের শীর্ষ দল হিসেবে ওঠা নিশ্চিত হয়েছে শনিবারই। ভারত শ্রীলঙ্কাকে হারানোয় এবং অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসায় কোহলিরা একনম্বর দল হিসেবেই প্রথম স্থান নিয়ে সেমিফাইনালে পা রাখছে। সেমিফাইনালে চতুর্থ দল নিউজিল্যান্ডকে হারালেই ভারত এবার ফাইনালে।

কিন্তু তার আগেই দুঃশ্চিন্তা ক্রিকেট বিশ্বের। ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে মঙ্গলবার। এমনটাই জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দফতর। ব্রিটেনের আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার ম্যাঞ্চেস্টারের শুষ্ক আবহাওয়া থাকবে। রোদও উঠবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন অনুষ্কা-রীতিকার মুখ দেখাদেখি বন্ধ! বিশ্বকাপের মাঝেই স্ত্রী-বিতর্ক শ্রীলঙ্কা ম্য়াচে

মোদীর বিজেপিতে এবার ধোনি! বিশ্বকাপের মাঝে জন্মদিনেই বড় খবর

তবে সোমবার আবহাওয়া বদলাবে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বেশ নেমে আসবে। সেই আবহাওয়া জারি থাকবে মঙ্গলবারেও। তাই ম্যাচ বাতিলের সম্ভবনা রয়েই যাচ্ছে। প্রসঙ্গত, রাউন্ড রবিন লিগে ট্রেন্টব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচও এর আগে বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল। একটা বলও খেলা হয়নি।

চলতি বিশ্বকাপ এমনিতেই বৃষ্টির জন্য কুখ্যাত। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশিবার ম্যাচ বাতিল হয়েছে চলতি সংস্করণেই। এমন অবস্থায় সেমিফাইনালেও বৃষ্টি থাবা বসালে তা বেনজির দৃষ্টান্ত স্থাপন করবে। সেই আশঙ্কা উড়িয়ে ম্যাচ পুরোপুরি খেলাই আপাতত চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কাছে। তাই মঙ্গলবার কোহলিদের সামনে জোড়া চ্যালেঞ্জ- বৃষ্টি আর কিউয়ি ব্রিগেড। জোড়া বাধা সামলে জয় ছিনিয়ে আনতে পারবে টিম ইন্ডিয়া, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Icc cricket world cup 2019 light shower may happen during first semi final between india and new zealand