Advertisment

কবজিতে আছড়ে পড়ল বল, ধ্বস্ত অবস্থায় নেট ছাড়লেন মুশফিকুর

ICC Cricket World Cup 2019: মুশফিকুরের মতোই চোট পেয়েছেন বাংলাদেশের অন্য এক তারকা সাকিব অল হাসান। ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে খেলার সময়ে উরুতে চোট পেয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
mushi_7

অনুশীলনে চোট পেলেন মুশফিকুর (ফেসবুক)

চোট নিয়ে জর্জরিত বাংলাদেশ শিবির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে ফের সমস্যায় বাংলাদেশ। অনুশীলনের সময়ে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। যা নিয়ে আপাতত মাথায় হাত বাংলাদেশি টিম ম্যানেজমেন্টের। জানা গিয়েছে, শনিবার টনটনে অনুশীলন করছিল বাংলাদেশ দল। সেখানেই কবজিতে চোট পান মুশফিকুর। ব্যাট করার সময়ে কবজিতে বল আছড়ে পড়ায় দ্রুত নেট ছেড়ে চলে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুশফিকুর খেলবেন কিনা, তা সরাসরি জানানো হয়নি।

Advertisment

আরও পড়ুন যুবিকে ধ্বংস করেছেন ধোনি! পাকিস্তান ম্যাচের আগেই বিস্ফোরক তারকার পিতা

কালোবাজারে বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের টিকিট! দাম শুনলে চমকে উঠবেন

মুশফিকুরের মতোই চোট পেয়েছেন বাংলাদেশের অন্য এক তারকা সাকিব অল হাসান। ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে খেলার সময়ে উরুতে চোট পেয়েছিলেন তিনি। তারপরেই দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। ব্রিস্টলের একটি হাসপাতালে স্ক্যানও করা হয় তাঁর। চিন্তার মাঝে আশা, কিছুদিন বিশ্রাম কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাইশ গজে প্রত্যাবর্তন করতে পারেন তিনি।

Advertisment

mushi অনুশীলনে মুশফিকুর রহিম (টুইটার)

এমনিতে বিশ্বকাপে সাকিব ও মুশফিকুর দুজনেই ফর্মে রয়েছেন। ব্যাট হাতে নিয়মিত অবদান রাখছেন মুশফিকুর। অন্যদিকে ব্যাটে-বলে জ্বলে উঠেছেন সাকিবও। ইংল্যান্ডের তুখোড় বোলিং আক্রমণের সামনেই সাকিব ১১৯ বলে ১২১ রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন।

Bangladesh Cricket World Cup
Advertisment