জয় দিয়েই বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। তবে কাঙ্খিত সেমিফাইনালে ওঠা হয়নি। আর বিশ্বকাপ থেকে বিদায়ের দিনেই অবসর নিলেন শোয়েব মালিক। সতীর্থদের গার্ড অফ অনার নিয়েই লর্ডসের স্টেডিয়াম ছাড়লেন তারকা অলরাউন্ডার। স্বামীর বাইশ গজে বিদায়ের দিনেই সানিয়া সোশ্যাল মিডিয়ায় ভালবাসা উগরে দিলেন। শোয়েবের একটি ছবি পোস্ট করে সানিয়া লিখলেন, "প্রত্যেকটা গল্পের একটা শেষ থাকে। তবে জীবনে প্রতিটা শেষই একটা নতুন শুরু। দেশের জার্সিতে ২০ বছর ধরে গর্বের সঙ্গে খেলেছো। এবং সম্মান ও নম্রতার সঙ্গে খেলা চালিয়ে গিয়েছো।"
আরও পড়ুন মিডল অর্ডারের পাজল ঠিক করার ম্যাচ আজ কোহলিদের
পাশাপাশি টেনিস-রাণী আরও লেখেন, "তুমি যা অর্জন করেছ এবং তোমার পরিচয়ে ইজহান ও আমি ভীষণ গর্বিত। আরও কয়েক হাজার টি টোয়েন্টি রানের অপেক্ষায় থাকলাম।"
পাকিস্তানের জার্সিতে ২৮৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ৭০০০ রান করার পাশাপাশি ১৫৮টি উইকেটও সংগ্রহ করেছেন। ২০ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০০৯ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন।
Today I retire from One Day International cricket. Huge Thank you to all the players I have played with, coaches I have trained under, family, friends, media, and sponsors. Most importantly my fans, I love you all#PakistanZindabad ???????? pic.twitter.com/zlYvhNk8n0
— Shoaib Malik ???????? (@realshoaibmalik) July 5, 2019
প্রথমে বোঝা যায়নি তিনি বিশ্বকাপের পরেই অবসর নেবেন। তবে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচের পরেই নিজের অবসরের ইচ্ছেপ্রকাশ করেন। ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি আপাতত টি টোয়েন্টি ক্রিকেটে অংশ নেবেন। বাংলাদেশ ম্যাচের পরে তিনি বলেন, খারাপ লাগছে যে ক্রিকেটের একটা ফর্ম্যাটে আর খেলতে পারব না। তবে ভাল-ও লাগছে, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সময় মিলবে। পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি ফোকাস করতে পারব।
চলতি বিশ্বকাপে প্রথম দিকে প্রথম একাদশে টানা সুযোগ পেয়েছিলেন। তবে ব্যাটে-বলে ব্যর্থ হওয়ার পরে তাঁর জায়গায় শেষ দিকে হ্যারিস সোহেলকে খেলানো হয়। হ্যারিস সফল হওয়ায় শোয়েবের আর সুযোগ মেলেনি।
Read the full article in ENGLISH