Rishabh Pant ICC Ranking: অবশেষে 'সুখবর' পেলেন ঋষভ পন্থ, পরিবারে বইছে খুশির হাওয়া

ICC Test Rankings July 2025: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বুধবার (২ জুলাই) ব্যাটিং ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ এক ধাপ উপরে উঠে এসেছেন।

ICC Test Rankings July 2025: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বুধবার (২ জুলাই) ব্যাটিং ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ এক ধাপ উপরে উঠে এসেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Risbabh Pant

টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ

ICC Ranking: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বুধবার (২ জুলাই) ব্যাটিং ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এক ধাপ উপরে উঠে এসেছেন। আপাতত ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, বোলারদের মধ্যে নিজের দাপট বজায় রেখেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Advertisment

মুখ থুবড়ে পড়লেন শুভমান গিল

গত সপ্তাহে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচের জোড়া ইনিংসে শতরান করে এক অনন্য রেকর্ড কায়েম করেছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ ৮০১ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা ব্যাটার জো রুট। দুজনের মধ্যে মাত্র ৮৮ পয়েন্টের ফারাক রয়েছে। ২০২২ সালে পন্থ এই তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছিলেন। অন্য়দিকে টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল নিজের চতুর্থ স্থানটা ধরে রেখেছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই আপাতত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তবে অধিনায়ক শুভমান গিল এক ধাপ নীচে নেমে গিয়েছেন। তিনি আপাতত ২১ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন।

Advertisment

Shubman Gill Criticised: বিরাট-রোহিতের ছিঁটেফোটাও নেই! শুভমানকে কটাক্ষে ছিন্নভিন্ন করলেন ইংরেজ তারকা

১৫ পয়েন্টের ব্যবধান বাড়ালেন জো রুট

ভারতের বিরুদ্ধে হেডিংলে টেস্টে জো রুট ২৮ এবং অপরাজিত ৫৩ রানের একটি দুর্দান্ত ইনিংস ইংল্যান্ড ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন। সেইসঙ্গে তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা তাঁরই সতীর্থ হ্যারি ব্রুকের সঙ্গে তিনি ১৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেললেন। অন্য়দিকে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের একটি ম্য়াচজয়ী ব্যাটিং করেছিলেন বেন ডাকেট। তিনি এই তালিকায় ৮ নম্বরে ঠাঁই পেয়েছেন। 

Jasprit Bumrah Rested: গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার

শীর্ষস্থান ধরে রাখলেন জসপ্রীত বুমরাহ

বোলিং ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা জসপ্রীত বুমরাহ শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯০৭ রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। যদিও এজবাস্টনের আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যথাক্রমে এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। জস হ্যাজেলউড এক ধাপ উপরে উঠে এসেছেন। তিনি চতুর্থ স্থানে রয়েছেন। পাকিস্তানের স্পিনার নোমান আলিকে টেক্কা দিয়েছেন তিনি। অন্যদিকে, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

ICC Ranking Rishabh Pant Jasprit Bumrah