Jasprit Bumrah Rested: গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার

Jasprit Bumrah Rested: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Jasprit Bumrah Rested: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Jasprit Bumrah

দ্বিতীয় টেস্ট ম্য়াচে বিশ্রাম দেওয়া হল জসপ্রীত বুমরাহকে

Jasprit Bumrah: বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্য়ান্ড (India vs England) দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে খেলানো হয়নি। যদিও লিডস টেস্টের প্রথম ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্য়াচে (IND vs ENG 2nd Test Match) ওয়ার্কলোডের দোহাই দিয়ে বুমরাহকে বাইরে রাখা হয়েছে। গম্ভীর অ্য়ান্ড কোম্পানির এই সিদ্ধান্তে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটাররা একেবারেই খুশি হতে পারেননি।

Advertisment

এই টেস্ট ম্য়াচ শুরু হওয়ার আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। কানাঘুষো শোনাই যাচ্ছিল যে দ্বিতীয় টেস্ট ম্য়াচে হয়ত টিম ইন্ডিয়ার এই তারকা পেসারকে হয়ত খেলানো হবে না। অবশেষে বুধবার (২ জুলাই) টসের পর যাবতীয় জল্পনার অবসান ঘটালেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'বুমরাহ খেলছে না।'

India vs England: কেমন হবে এজবাস্টনের উইকেট, আদৌ ২০০ রান টপকাতে পারবে ভারত?

পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। দুটো টেস্ট ম্য়াচের মধ্যে ৮ দিনের ব্যবধান রয়েছে। অর্থাৎ, ৮ দিন বিশ্রামের সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরাহ। কোনও শারীরিক চোট না থাকলেও বুমরাহকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হল না। বদলে ভারতের সেরা পেস বোলারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারেই ভালভাবে গ্রহণ করতে পারেননি। একই মতামত ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়কেরও। সুনীল গাভাসকার এবং রবি শাস্ত্রী তো বিশ্বাসই করতে পারছেন না যে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এমন কোনও সিদ্ধান্তও গ্রহণ করতে পারে। 

Advertisment

Sai Sudharsan Dropped: একটা ম্যাচের পরই 'সব শেষ', টিম ইন্ডিয়ার দরজা বন্ধ তারকার জন্য?

বুমরাহকে দেখতে না পেয়ে অবাকই হয়েছি: রবি শাস্ত্রী

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে আয়োজিত এজবাস্টন টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কার্যত একহাত নিলেন রবি শাস্ত্রী। তিনি বললেন, 'এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্য়াচ। টিম ইন্ডিয়ার হাতে এক সপ্তাহ সময় ছিল। তা সত্ত্বেও জসপ্রীত বুমরাহকে কেন যে এই ম্য়াচে খেলানো হল না, সেটাই আমি বুঝতে পারছি না। এই সিদ্ধান্তটা ক্রিকেটারের উপরেই ছেড়ে দেওয়া উচিত নয়। প্রথম একাদশ কেমন হবে, সেই সিদ্ধান্তটা একমাত্র দলের অধিনায়ক এবং কোচিং স্টাফের উপরেই ছেড়ে দেওয়া উচিত। সিরিজের নিরিখে টিম ইন্ডিয়ার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্য়াচ। সেকারণে এই ম্য়াচটা জসপ্রীত বুমরাহের যে কোনও মূল্যে খেলা উচিত ছিল।'

অন্যদিকে, টিম ইন্ডিয়ার অপর প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার বললেন, 'আমি তো অবাক। যদি টিম ইন্ডিয়া প্রথমে বল করত, তাহলে এই দলে জসপ্রীত বুমরাহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর সেখানে লর্ডস টেস্টের জন্য জসপ্রীত বুমরাহকে রেখে দেওয়া হল। এই সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর।'

IND vs England 2nd Test Playing 11: আশঙ্কাই হল সত্যি! এই ৩ ক্রিকেটারকে শেষমেশ বাদ দিল টিম ইন্ডিয়া

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টস জিতে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, ব্যাট হাতে টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভাল হয়নি। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। রাহুল মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। ক্রিস ওকস তাঁকে ক্লিন বোল্ড করে দিয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন করুণ নায়ার। ১৫ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে।

Jasprit Bumrah India vs England IND vs ENG 2nd Test Match