IFA Introduces 'Pink Tickets' for Derby Day: কলকাতা ডার্বিকে (Kolkata Derby) ঘিরে নতুন উদ্যোগ বঙ্গ ফুটবলে। শনিবারের মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল (East Bengal) হাইভোল্টেজ ম্যাচে মহিলা দর্শকদের স্টেডিয়ামে টানতে অভিনব পদক্ষেপ নিল রাজ্য ফুটবল সংস্থা (IFA)। মহিলা ফুটবলপ্রেমীদের জন্য টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এবার গোলাপি রঙের বিশেষ টিকিটে ৫০ টাকার ছাড়ে খেলা দেখতে পারবেন তাঁরা।
সাধারণ দর্শকদের জন্য ডার্বি টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। তবে মহিলাদের জন্য থাকছে ১০০ টাকার গোলাপি টিকিট। IFA জানিয়েছে, মহিলা সমর্থকদের আরও বেশি করে মাঠে আনতেই এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন আশঙ্কা সত্যি করে পিছিয়েই গেল কলকাতা ডার্বি, কবে কোথায় হবে ঘটি-বাঙালের মহারণ?
IFA-র এক কর্তা জানান, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সম্প্রতি একটি বৈঠকে মহিলা দর্শক বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে, মাঠে মহিলাদের উপস্থিতি বাড়লে অবাঞ্ছিত হিংসার প্রবণতা অনেকটাই কমবে। সেই সুপারিশের ভিত্তিতেই মহিলা দর্শকদের জন্য টিকিটের দামে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ইতিমধ্যেই কলকাতা ডার্বির দিন বদলে ২৬ জুলাই, শনিবার করা হয়েছে। ১৯ জুলাই এই ম্যাচ হওয়ার কথা থাকলেও পরিকাঠামোগত কারণে তা পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে কল্যাণী স্টেডিয়ামে দ্রুত ম্যাচ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত IFA।
আরও পড়ুন ডার্বিতে ৫-০ গোলে হার, সহ্য করতে পারেননি উমাকান্ত! বাগান সমর্থকের মৃত্যুতে কেঁপে ওঠে ময়দান
জানা গেছে, ডার্বির দিন স্টেডিয়ামে দশ হাজার দর্শকের প্রবেশের অনুমতি থাকবে। তার মধ্যে দুই প্রধান ক্লাব, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে ১,০০০ করে টিকিট তুলে দেবে সংস্থা। বাকি ৮,০০০ টিকিটের একটি অংশ অফিস বেয়ারার ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর জন্য সংরক্ষিত থাকবে। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের টিকিট বিক্রি শেষ। এখন দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রির অপেক্ষা।
মহিলা দর্শকদের জন্য এই বিশেষ ‘গোলাপি টিকিট’ উদ্যোগ নিঃসন্দেহে বাংলা ফুটবলের আবেগঘন এই মহারণে এক ইতিবাচক বার্তা।