Kolkata Derby 2025 Mohun Bagan vs East Bengal: শেষমেশ আশঙ্কাই সত্যি হল। পিছিয়ে গেল মরশুমের প্রথম কলকাতা ডার্বি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ জুলাই শনিবার মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তবে আয়োজনে জটিলতা থাকায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এই ঐতিহাসিক ম্যাচ। আইএফএ (IFA) নিশ্চিত করেছে যে, এখন ২৬ জুলাই, শনিবার বিকেল সাড়ে ৫টায় কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডার্বি।
সমস্যার মূলে আয়োজনে ঘাটতি
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ডার্বি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে আইএফএ। বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, উত্তর ২৪ পরগনা স্পোর্টস ফেডারেশন এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনার পর সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ পিছিয়ে দেওয়ার।
আরও পড়ুন ভেস্তে যাচ্ছে মরশুমের প্রথম ডার্বি! চরম অনিশ্চয়তায় মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ
আয়োজকদের মতে, ১৯ জুলাই ডার্বি হলে প্রস্তুতির সময় খুবই অল্প থাকত। টিকিট বিতরণ, প্রবেশ ও প্রস্থানের গেট আলাদা করা, দুই ক্লাবের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি সমস্ত প্রস্তুতিতে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জন্যই ম্যাচ পিছনো ছাড়া অন্য উপায় ছিল না।
দুই ক্লাবের সম্মতি
মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুই ক্লাবই ম্যাচ পিছনোর প্রস্তাবে সম্মতি দেয়। আইএফএ-এর তরফে তাঁদের জানানো হয়েছিল আয়োজনে সমস্যা হতে পারে এবং প্রশাসন ডার্বির মত বড় ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চায় না। দু'দলই দায়িত্বপূর্ণভাবে পরিস্থিতি বুঝে নিয়ে নতুন তারিখ মেনে নেয়।
মাঠ-সময় অপরিবর্তিত
ম্যাচের দিন বদলালেও মাঠ বা সময়ের কোনও পরিবর্তন হয়নি। পূর্বের পরিকল্পনা মতোই, ২৬ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫টায় কল্যাণী স্টেডিয়ামেই হবে মরশুমের প্রথম ডার্বি।
আরও পড়ুন মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ, পুলিশের চিঠিতে চিন্তায় IFA
সমর্থকদের অনুরোধ
আইএফএ ও আয়োজক সংস্থার তরফে সমর্থকদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন ধৈর্য ধরে পরিস্থিতি মেনে নেন এবং পরবর্তী প্রস্তুতির জন্য সময় দেন। কলকাতা ডার্বির ইতিহাসে বহুবার দিন বদল হয়েছে, কিন্তু ম্যাচের আবেগ কখনও কমেনি। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী আয়োজকরা।