Iftikhar Ahmed Catch Video: ক্রিকেট বল তো নয়. যেন ধরছিলেন অন্য কিছু...! পাক ক্রিকেটারের কাণ্ডে হাসাহাসি গোটা বিশ্বে

Iftikhar Ahmed Catch Drop Video: পাকিস্তানের ক্রিকেটার ইফতিকার আহমেদ রংপুর রাইডার্স দলের হয়ে খেলছেন। দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে তিনি এমন একটি সহজ ক্যাচ মিস করেছেন, যা দেখে ক্রিকেট বিশ্বের সকলেই হাসাহাসি শুরু করেছেন।

Iftikhar Ahmed Catch Drop Video: পাকিস্তানের ক্রিকেটার ইফতিকার আহমেদ রংপুর রাইডার্স দলের হয়ে খেলছেন। দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে তিনি এমন একটি সহজ ক্যাচ মিস করেছেন, যা দেখে ক্রিকেট বিশ্বের সকলেই হাসাহাসি শুরু করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Iftikhar Ahmed catch drop

সহজ ক্যাচ মিস করছেন ইফতিকার আহমেদ

Iftikhar Ahmed: বিশ্ব ক্রিকেটে পাকিস্তানি খেলোয়াড়দের (Pakistan Cricket) ফিল্ডিং অধিকাংশ সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এই জঘন্য ফিল্ডিংয়ের কারণে হামেশাই দলকে কঠিন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেটাররা গোটা বিশ্বে বিভিন্ন টি-২০ লিগ খেলে বেড়ান। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগ আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটার ইফতিকার আহমেদ রংপুর রাইডার্স দলের হয়ে খেলছেন। দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে তিনি এমন একটি সহজ ক্যাচ মিস করেছেন, যা দেখে ক্রিকেট বিশ্বের সকলেই হাসাহাসি শুরু করেছেন।

Advertisment

India vs Pakistan: 'মা-বোনেদের চোখের জল...', ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

ক্যাচ নেওয়ার সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেননি ইফতিকার

Advertisment

দুবাই ক্য়াপিটালসের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিল। এরপর দুবাই ক্যাপিটালস যখন সেই রান তাড়া করছিল, সেইসময় চতুর্থ ওভারে বল করতে আসেন ইফতিকার আহমেদ। ওভারের দ্বিতীয় বলে নিরোশন ডিকওয়েলা বড় শট খেলতে যান। কিন্তু, তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়। ইফতিকারের কাছে ক্যাচ নেওয়ার যথেষ্ট সময় ছিল। তিনি বলটাকে তালুবন্দি করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এরপর বলটা কাছে আসতে না আসতেই ইফতিকারের হাত থেকে তা ফসকে যায়।

India vs Pakistan: 'ক্রিকেটের আগে দেশ...', পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের! বাতিল ম্যাচ

দেখে নিন ভিডিও:

রংপুর রাইডার্স এই ম্য়াচে ৭ উইকেটে জয়লাভ করে

এই ম্য়াচের ফলাফল নিয়ে এবার আলোচনা করা যাক। এই ম্য়াচে রংপুর রাইডার্স ৭ রানে জয়লাভ করে। রংপুর বোলারদের মধ্যে সইফ হাসান ৩ উইকেট শিকার করেন। অন্যদিকে, জোড়া উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। ইফতিকারও একটি উইকেট শিকার করেন। পাশাপাশি ব্যাট হাতেও তিনি ৩২ বলে ৪১ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। এই টুর্নামেন্টে রংপুর রাইডার্স এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। চারটের মধ্যে তিনটে ম্য়াচেই তারা জয়লাভ করেছে। ৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলেও তারা প্রথম স্থানে দাঁড়িয়ে রয়েছে।

Pakistan Cricket Iftikhar Ahmed