India vs Pakistan: রবিবার অর্থাৎ ২০ জুলাই বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ আয়োজন হওয়ার কথা ছিল। গত কয়েকদিন ধরেই এই ম্য়াচকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল। শেষপর্যন্ত উদ্যোক্তারা এই ম্য়াচ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। শনিবার রাতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ম্য়াচের সঙ্গে অনেকের আবেগ জড়িয়ে রয়েছে। সেই আবেগে আঘাত দেওয়ার জন্য দুঃখিত।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এই টুর্নামেন্টে খেলছেন। ঠিক ছিল, তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন। কিন্তু, শিখর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। শনিবার গভীর রাতে টুইট এবং ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'আমি একটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করে দিতে চাই। আসন্ন WCL টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্য়াচ শিখর ধাওয়ান খেলতে নামবে না।'
India vs Pakistan: 'মা-বোনেদের চোখের জল...', ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন এবং উত্তেজনা রয়েছে, সেকথা মাথায় রেখেই শিখর ধাওয়ান এবং তাঁর টিম এই বিশেষ ম্য়াচটি না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ধাওয়ানের ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'আমরা অনুরোধ করব, টুর্নামেন্ট কর্তৃপক্ষ আমাদের এই সিদ্ধান্তের পূর্ণ সহযোগিতা করবে।'
India vs Pakistan: পহেলগাঁওয়ের ক্ষত এখনও দগদগে, তার মধ্যেই বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কবে জানেন?
নাম প্রত্যাহার করেছেন হরভজন সিং, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান
ইতিপূর্বে হরভজন সিং, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান অবশ্য ইতিপূর্বে জানিয়ে দিয়েছিলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। এই ম্য়াচ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা সমালোচনার ঝড় তুলেছিলেন। মনে করা হচ্ছে, জনরোষের কারণে তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, পহেলগাঁও জঙ্গি হানার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, সেকারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
India vs Pakistan: প্রথম ম্য়াচই পাকিস্তানের বিরুদ্ধে, দেখে নিন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সূচি
এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন এবং বিনয় কুমার।