India vs Pakistan: 'মা-বোনেদের চোখের জল...', ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

India vs Pakistan 2025 Legends Match: শুরু হয়ে গিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২০ জুলাই এজবাস্টনে আয়োজিত এই ম্য়াচ নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে।

India vs Pakistan 2025 Legends Match: শুরু হয়ে গিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২০ জুলাই এজবাস্টনে আয়োজিত এই ম্য়াচ নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হচ্ছে

India vs Pakistan: শুরু হয়ে গিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২০ জুলাই এজবাস্টনে আয়োজিত এই ম্য়াচ নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে। দেশের আনাচে-কানাচে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। আর এবার সুরেশ রায়নার (Suresh Raina) দাদা দিনেশ রায়নার বাড়িতে সটান উপস্থিত হলেন গাজিয়াবাদের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা আশু শর্মা। এরপর কী হল? জানতে হলে বাকি প্রতিবেদনও পড়ে নিন।

Advertisment

শনিবার (১৯ জুলাই) ভারতীয় জনতা পার্টির ওই নেতা দিনেশ রায়নার বাড়ি যান। সেখানে গিয়ে অনুরোধ করেন, এই ম্য়াচ যেন ভারতীয় ক্রিকেটাররা না খেলেন। আশু শর্মার কথায়, 'এই ম্য়াচের সঙ্গে গোটা দেশের আবেগ জড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ম্য়াচটা খেলা ভারতীয় ক্রিকেটারদের একেবারেই উচিত নয়। অপারেশন সিন্দুর চলাকালীন শাহিদ আফ্রিদি তো পাকিস্তানের পোস্টার বয় হয়ে উঠেছিলেন। এই পরিস্থিতিতে যদি ম্য়াচের আয়োজন করা হয়, তাহলে ভারতীয় ক্রিকেটারদের নিয়মমাফিক পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে হবে।'

Shahid Afridi: পাকিস্তানের জনতার হাতেই আক্রান্ত আফ্রিদি, এয়ারপোর্টে বেধড়ক মারধর, Video Viral

Advertisment

তিনি আরও যোগ করেন, 'ভারতীয় ক্রিকেটাররা গোটা দেশের গর্ব। সেকারণে ওঁরা যদি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান, তাহলে দেশবাসীর মানসিক অবস্থাটা ঠিক কী হবে? পুলওয়ামায় শহিদ জওয়ানদের মা, বোন এবং স্ত্রী-র চোখের জল এখনও শুকোয়নি। এত বড় মাপের ক্রিকেটাররা শুধুমাত্র অর্থের জন্যই এই ম্য়াচটা খেলতে নামছেন, দেশের সেনাবাহিনীর প্রাণের কোনও দামই কি ওঁদের কাছে নেই? সেনাবাহিনীর সম্মান রক্ষা করা কি গোটা দেশের কর্তব্য নয়?' এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে।

Shahid Afridi: কুকুরের সঙ্গে তুলনা আফ্রিদিকে, ঝামা ঘষে দিলেন ভারতীয় নেতা

ভারতীয় ক্রিকেট স্কোয়াড: যুবরাজ সিং (অধিনায়ক), শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা (উইকেটকিপার), অম্বাতি রায়ুডু, পীযূষ চাওলা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, বিনয় কুমার, অভিমন্যু মিঠুন, সিদ্ধার্থ কৌল, গুরকিরত মান।

Shahid Afridi: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বিরাটকে নিয়ে বড় মন্তব্য আফ্রিদির, বললেন...

পাকিস্তান ক্রিকেট স্কোয়াড: মহম্মদ হাফিজ (অধিনায়ক), কামরান আকমল (উইকেটকিপার), শোয়েব মালিক, শারজিল খান, আসিফ আলি, উমর আমিন, আমের ইয়ামিন, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, সোহেল তনভির, রুমান রঈস, শাহিদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ফাওয়াদ আলম, শোয়েব মকসুদ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, মিসবা-উল-হক, আবদুল রাজ্জাক, সঈদ আজমল।

Shahid Afridi Death: মারা গিয়েছেন শাহিদ আফ্রিদি! জেনে নিন, ভাইরাল VIDEO-র সত্যতা

উল্লেখ্য ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে এই ম্য়াচ। স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনি এই খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া ফ্যান কোড অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।

Suresh Raina India vs Pakistan