Vaibhav Suryavanshi: ব্যাটে তাণ্ডবের পর বল হাতেও বিধ্বংসী বৈভব, ইংল্যান্ডে নয়া ইতিহাস বিস্ময় কিশোরের

IND U19 vs ENG U19 Test match: এইবারের ইংল্যান্ড সফরে বৈভব সূর্যবংশী তাঁর ধ্বংসাত্মক ব্যাটিংয়ের জন্যই বেশি শিরোনামে থাকতেন, তবে এবার তিনি ব্যাটের পাশাপাশি বল হাতেও তাক লাগিয়ে দিয়েছেন।

IND U19 vs ENG U19 Test match: এইবারের ইংল্যান্ড সফরে বৈভব সূর্যবংশী তাঁর ধ্বংসাত্মক ব্যাটিংয়ের জন্যই বেশি শিরোনামে থাকতেন, তবে এবার তিনি ব্যাটের পাশাপাশি বল হাতেও তাক লাগিয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi IND U19: জাডেজার পদাঙ্ক অনুসরণ করে ২২ গজে ব্যাটে-বলে কামাল দেখালেন বৈভব

Vaibhav Suryavanshi IND U19: জাডেজার পদাঙ্ক অনুসরণ করে ২২ গজে ব্যাটে-বলে কামাল দেখালেন বৈভব

Vaibhav Suryavanshi all-round performance against England: একদিন আগেই লর্ডসের মাঠে সিনিয়র দলের হারের চেয়ে বেশি আলোচনায় ছিলেন রবীন্দ্র জাডেজা (Rabindra Jadeja), তাঁর লড়াকু ব্যাটিংয়ের জন্য পুরো ইংল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সেই ম্যাচের রেশ কাটার আগেই, অনূর্ধ্ব-১৯ টেস্টে (India vs England) বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ফের চমকে দিলেন। এবার জাডেজার পদাঙ্ক অনুসরণ করে ২২ গজে ব্যাটে-বলে কামাল দেখালেন বৈভব। ব্যাট হাতে তাণ্ডবের পাশাপাশি বল ঘুরিয়েও বিপক্ষের কোমর ভেঙে দিলেন বৈভব।

Advertisment

এইবারের ইংল্যান্ড সফরে বৈভব সূর্যবংশী তাঁর ধ্বংসাত্মক ব্যাটিংয়ের জন্যই বেশি শিরোনামে থাকতেন, তবে এবার তিনি ব্যাটের পাশাপাশি বল হাতেও তাক লাগিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বৈভব দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এই দুটি উইকেট নিয়ে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। এর পরেই তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব টেস্টে ঝোড়ো হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন। বৈভব টেস্ট ম্যাচে যেন টি-২০ স্টাইলে ব্যাট করেছেন। প্রায় ১২৮ স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন বিলেতে বৈভবের জন্য 'পাগলামি' দুই কিশোরীর, শুধু তাঁর সঙ্গে দেখা করতে ৬ ঘণ্টা পথ পাড়ি

Advertisment

ওয়ানডের সময়েই সূর্যবংশী তাঁর বোলিংয়ের ঝলক দেখিয়েছিলেন, তখনই কিছু বিশেষজ্ঞ তাঁর বোলিং অ্যাকশনের প্রশংসা করেছিলেন। এবার টেস্টে যখন তাঁর হাতে বল এসেছে, তখনও তিনি ইংল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করেছেন। বৈভব প্রথমে আউট করেছেন ইংল্যান্ড অধিনায়ক হামজা শেখকে, যিনি ৮৪ রান করেছিলেন। এরপর থমাস রু-কে আউট করেন, যিনি ৩৪ রান করেছিলেন। এর মাধ্যমে বৈভব যুব টেস্টে উইকেট নেওয়া সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। বৈভব এই কীর্তি গড়েছেন মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে।

দ্বিতীয় ইনিংসেও বৈভবের দাপট 

বোলিংয়ে ছাপ রাখার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ফেরার সুযোগ ছিল রান করার, কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩ বলে মাত্র ১৪ রান করতে পেরেছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে বৈভব ভক্তদের নিরাশ করেননি। মাত্র ৩৯ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। মোট ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন, যেখানে ছিল ৯টি চার আর একটি ছক্কা। ব্যাট হাতে চমক দেখানোর আগে বল হাতেও তিনি অনন্য ছিলেন। বলের গুণমান বুঝে বৈভব যেভাবে ব্যাট করেছেন, তা দেখে সবাই মুগ্ধ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বৈভব যদি তাঁর বোলিংয়ের উপর আরও কাজ করে, তবে ভবিষ্যতে একজন পারফেক্ট অলরাউন্ডার হিসেবে ভারতের হয়ে খেলতে পারবেন।

আরও পড়ুন সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন বৈভব, ছক্কার বন্যায় কাড়লেন ইংরেজদের ঘুম!

টানটান উত্তেজনা টেস্টে 

ক্যাপ্টেন আয়ুষ মহাত্রের দুর্দান্ত ইনিংসের দৌলতে প্রথম ইনিংসে ভারত ৫৪০ রান তোলে। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ২৪৮ রান করে। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। আশা করা যাচ্ছে, বৈভব সূর্যবংশীর বোলিং ফের জাদু দেখাবে আর জুনিয়র দল ম্যাচ জিতে সিনিয়র দলের হারের ক্ষতে প্রলেপ দেবে।

Vaibhav Suryavanshi India vs England