IND vs AUS 1st ODI Highlights: অবিচারের শিকার হল ভারত? হারতে না হারতেই উঠছে প্রশ্ন

IND vs AUS 1st ODI 2025: পারথে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়াকে ৭ উইকেটে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ১৩১ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। জবাবে অস্ট্রেলিয়া ২১.১ ওভারেই তা হাসিল করে নেয়।

IND vs AUS 1st ODI 2025: পারথে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়াকে ৭ উইকেটে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ১৩১ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। জবাবে অস্ট্রেলিয়া ২১.১ ওভারেই তা হাসিল করে নেয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs AUS (7)

প্রথম ওয়ানডে ম্য়াচে পরাস্ত ভারত

India vs Australia: পারথে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) ৭ উইকেটে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ১৩১ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। জবাবে অস্ট্রেলিয়া ২১.১ ওভারেই তা হাসিল করে নেয়। বৃষ্টির কারণে এই ম্য়াচে দুটো দলই ২৬ ওভার করে খেলার সুযোগ পেয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। কিন্তু, ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুসারে অস্ট্রেলিয়ার সামনে ১৩১ রানের টার্গেট শেষপর্যন্ত খাড়া হয়। তিন ম্য়াাচের এই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। শুভমান গিলের নেতৃত্বে প্রথম ম্য়াচেই হারের সাক্ষী হল টিম ইন্ডিয়া।

Advertisment

IND vs AUS 1st ODI Toss Update: দলে ফিরলেন রোহিত-বিরাট, টস হেরে ব্যাটিং ভারতের

তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করছেন, টিম ইন্ডিয়া নাকি এই ম্য়াচে অবিচারের শিকার হয়েছে। আসলে, বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে ম্য়াচ বেশ কয়েকবার বন্ধ করে দিতে হয়। প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ম্য়াচ ৩৫ ওভারে খেলা হবে। কিন্তু, বৃষ্টির কারণে সেটা ৩২ ওভারে কমিয়ে আনা হয়। কিন্তু, বরুণদেবের অতিরিক্ত আশীর্বাদের কারণে এই ম্য়াচ শেষপর্যন্ত ২৬ ওভার করে খেলা হবে বলে ঠিক করা হয়। আইসিসি নিয়ম অনুসারে, এই ওভার কম হয়ে যাওয়ার কারণে DLS পদ্ধতি অনুসারে অস্ট্রেলিয়ার টার্গেট রিভার্স করে দেওয়া হয়। 

Advertisment

IND vs AUS ODI Series: শুভমানকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ, হাওয়া গরম করতে শুরু করল অস্ট্রেলিয়া

কোনও বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে যে দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে, তাদের সামনে টার্গেট সেট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এই নতুন টার্গেট ঠিক করার সময় অবশ্যই বেশ কয়েকটা বিষয় মাথায় রাখা হয়। যেমন - প্রথম ইনিংসে ব্যাট করা দল কত ওভার নষ্ট করেছে, কত ওভারের খেলা হয়েছে। এই সব ব্যাপারগুলো মাথায় রেখে শেষপর্যন্ত নতুন টার্গেট ঠিক করা হয়। 

IND vs AUS: বড় খবর, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে 'বাদ' চ্যাম্পিয়ন অধিনায়ক!

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করলেন মিচেল মার্শ

১৩১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা খুব একটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি মাত্র ৮ রান করতে পারেন। এরপর দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ এবং ম্যাথিউ শর্ট ৩৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শর্ট ১৭ বলে ৮ রান করেন।

IND vs AUS: দুবাইতে সব ম্যাচ রোহিতদের! রাগের মাথায় ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দিতে বললেন স্মিথ?

শর্ট আউট হওয়ার পর ব্যাট করতে আসেন জস ফিলিপ। মার্শ এবং ফিলিপ দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ফিলিপ ২৯ বলে ৩৭ রান করেন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৪৬ রান করলেন মিচেল মার্শ। অন্যদিকে, ম্য়াট রেনশো ২১ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন। ভারতের হয়ে আর্শদীীপ সিং, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট শিকার করেন।

Indian Cricket Team India vs Australia