IND vs AUS: বড় খবর, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে 'বাদ' চ্যাম্পিয়ন অধিনায়ক!

India vs Australia 2025: চলতি মাসেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। এই সফরে দুই দলের মধ্যে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলা হবে। এই দুটো সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে।

India vs Australia 2025: চলতি মাসেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। এই সফরে দুই দলের মধ্যে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলা হবে। এই দুটো সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma and Pat Cummins

Rohit Sharma and Pat Cummins

India vs Australia: চলতি মাসেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। এই সফরে দুই দলের মধ্যে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলা হবে। এই দুটো সিরিজের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। কিন্তু, ওয়ানডে এবং টি-২০ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) নাম। কয়েকদিন আগেই তারকা অজি পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁকে অবশ্য ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে।

Advertisment

Virat Kohli: বিরাট কোহলিকে নিয়ে বড় খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকাতে পারেন বিশ্বরেকর্ড!

নাম কাটা পড়ল ৩ ক্রিকেটারের

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছে অ্যারন হার্ডিস ম্যাথিউ কুহনেমন এবং মারনাস লাবুশেনের নাম। চলতি বছরের শেষদিকে লাবুশেন ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজের আগে ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় কুইন্সল্যান্ডের হয়ে চারদিবসীয় ক্রিকেট খেলা অব্যাহত রাখবেন।

Advertisment

India vs Australia: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর কতটা বদলাল টিম ইন্ডিয়া? সুযোগ পেলেন না এই ৫ ক্রিকেটার

টি-২০ স্কোয়াডে জস ইংলিশ এবং নাথান এলিসের প্রত্যাবর্তন

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে আয়োজিত প্রথম দুটো টি-২০ ম্য়াচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে ঠাঁই পেয়েছেন নাথান এলিস এবং জস ইংলিশ। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে এই ২ ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হয়নি।

India vs Australia: বছরের শেষে অস্ট্রেলিয়া সফর, সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছেন গিলরা

স্কোয়াড ঘোষণার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মুখ্য নির্বাচক জর্জ বেইলি বললেন, 'আমরা ওয়ানডে সিরিজ এবং টি-২০ সিরিজের প্রথম দুটো ম্য়াচের জন্য দল ঘোষণা করেছি। টি-২০ সিরিজের শেষ তিনটে ম্য়াচে হয়ত কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যদিও সেই সম্ভাবনা একেবারেই কম। কারণ আগামী বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। আর বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপাতত আমরা গোটা দলে ভারসাম্য আনার চেষ্টা করছি। কয়েকজন ক্রিকেটারকে আবার টেস্ট সিরিজের জন্যও প্রস্তুত করতে হবে।'

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনৌলি, বেন ডোয়ার্সুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, মিচেল আওয়েন, ম্যাথিউ রেনেশ,ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

India vs Australia: বিশ্বকাপের বদলা! ২৩-এর জবাব ২৫-এ, সুদে-আসলে তুলতে মরিয়া টিম-রোহিত

প্রথম দুটো টি-২০ ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), শিন অ্যাবট, জেভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ার্সুইস, নাথান এলিস, ম্যাথিউ কুহনেমন, জস হ্যাজেলউড, জস ইংলিশ, ট্রাভিস হেড, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোয়েনিস, মিচেল আওয়েন অ্যাডাম জাম্পা।

Pat Cummins India vs Australia