IND vs AUS 1st ODI Toss Update: দলে ফিরলেন রোহিত-বিরাট, টস হেরে ব্যাটিং ভারতের

India vs Australia 1st ODI 2025: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ওয়ানডে ক্রিকেটে এক নয়া যুগের সূচনা হল। টিম ইন্ডিয়ায় 'শুভারম্ভ' হয় কি না, সেটাই আপাতত দেখার।

India vs Australia 1st ODI 2025: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ওয়ানডে ক্রিকেটে এক নয়া যুগের সূচনা হল। টিম ইন্ডিয়ায় 'শুভারম্ভ' হয় কি না, সেটাই আপাতত দেখার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill (9)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেল। পারথের অপটাস স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়ার হয়ে টস করতে এলেন শুভমান গিল (Shubman Gill)। তবে অজি অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্য়াচের হাত ধরে টিম ইন্ডিয়ায় কামব্যাক করছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) এই দুই মহারথীকে দেখার জন্যই ম্য়াচের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

Advertisment

India vs Australia 1st ODI: বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে? সামনে এল মারাত্মক কারণ

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Advertisment

India vs Australia Playing XI Update: শতরানেও মিলবে না প্রথম একাদশে জায়গা! ব্রাত্য রইবেন তারকা ক্রিকেটার?

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:

ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাট শর্ট, জস ফিলিপ (উইকেটকিপার), ম্য়াট রেনেশ, মিচ আওয়েন, কুপার কনৌলি, মিচেল স্টার্ক, নাথান এলিস, ম্যাট কুহেনম্যান, জস হ্যাজেলউড।

India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে খেলা হবে। এই স্টেডিয়ামে টিম ইন্ডিয়া আজ পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচ খেলেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। আর এই তিনটে ম্যাচের মধ্যে তিন অস্ট্রেলিয়ার তিনটেই জয়লাভ করেছে। ক্যাঙ্গারু দল পারথে ইংল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সামনে পারথ স্টেডিয়াম যে বড়সড়ো একটা চ্যালেঞ্জ তৈরি করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা, চোটে কাহিল ভারতের তারকা ক্রিকেটার

তবে অ্যাকুওয়েদারের একটি রিপোর্ট অনুসারে, রবিবার পারথে ৬৩ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩৬ শতাংশ। ফলে ম্যাচটি যে বৃষ্টিবিঘ্নিত হবে তা নিঃসন্দেহে বলা যায়। এই ম্যাচ বেশ কয়েকবার বৃষ্টির কারণে থামতেও পারে। সে কারণে ব্যাটারদের কিছুটা হলেও সমস্যা হতে পারে।

India vs Australia