/indian-express-bangla/media/media_files/2025/10/29/nitish-kumar-reddy-2025-10-29-14-42-42.jpg)
টিম ইন্ডিয়ার তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি
Nitish Kumar Reddy: ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্য়ে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ শুরু হয়ে গিয়েছে। ২০২৫ এশিয়া কাপ ফাইনালের আগেই চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেকারণে অস্ট্রেলিয়া সফরে তাঁকে নির্বাচন করা হয়নি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে। এবার তিনিও চোট পেয়েছেন। আর সেকারণে প্রথম তিনটে টি-২০ ম্য়াচে তিনি খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সিরিজ শুরু হওয়ার আগে এটা টিম ইন্ডিয়ার কাছে একটা বড়সড় ধাক্কা।
Ind vs Aus Live Cricket Score, 1st T20I: ঝড় তুলেও আউট অভিষেক, বৃষ্টিতে বন্ধ খেলা
টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচের আগে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে আপডেট দিয়েছে। সেখানে বলা হয়েছে, এই সিরিজের প্রথম তিনটে টি-২০ ম্যাচে তিনি খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলার সময় খুব বাজেভাবে চোট পেয়েছিলেন তিনি। তাঁর কোয়াড্রিশেপস পেশিতে চোট লেগেছিল। পাশাপাশি সমস্যা ছিল ঘাড়েও। সেকারণে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা হলেও বেশি সময় লাগছে। আর তাই প্রথম তিনটে ম্য়াচে খেলতে পারবেন না নীতিশ কুমার রেড্ডি। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল টিম তাঁকে কড়া নজরদারিতে রেখেছে।
IND vs AUS 1st T20I Weather Update: বৃষ্টিই বিগড়ে দেবে যাবতীয় 'খেল'! ভেস্তে যাবে প্রথম টি-২০ ম্য়াচ?
নীতীশের কাছে ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ
হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজে সুযোগ পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। যদি এই সিরিজে নীতীশ ভাল পারফরম্য়ান্স করতে পারতেন, তাহলে টিম ইন্ডিয়ায় নিজের আসন একেবারে পাকা করতে পারতেন। হার্দিকের অনুপস্থিতিতে নীতীশ সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। প্রথম তিনটে টি-২০ ম্যাচ খেলতে পারবেন না সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা অলরাউন্ডার। চতুর্থ এবং পঞ্চম ম্য়াচে তিনি ফিট হয়ে মাঠে নামতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রেড্ডির পারফরম্যান্স
ভারতের হয়ে ৪ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে নীতীশ কুমার রেড্ডি মোট ৯০ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৫। সর্বাধিক ৭৪ রান করেছেন। বোলিং পারফরম্য়ান্সের কথা যদি বলতে হয়, তাহলে ৪ ম্য়াচে তিনি মোট ৩ উইকেট শিকার করেছেন। ইতিমধ্যে তাঁর ইকোনমি রেট ছিল ৭.৮৮। হার্দিকের অনুপস্থিতিতে নীতীশ যদি ৫ ম্য়াচ খেলার সুযোগ পেতেন, তাহলে নিজের এই পরিসংখ্যান অনেকটাই বদলাতে পারতেন। কিন্তু, চোটের কারণে তিনি সর্বাধিক দুটো ম্য়াচই খেলতে পারবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us