/indian-express-bangla/media/media_files/2025/10/12/ind-vs-aus-3-2025-10-12-20-53-58.jpg)
দেখে নিন দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে কেমন থাকবে ওয়েদার
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটা টিম ইন্ডিয়ার কাছে কার্যত জীবন-মরণ লড়াই। কারণ এই ম্য়াচটা ভারতীয় ক্রিকেট দল হেরে গেলেই, চলতি সিরিজে অস্ট্রেলিয়া অপরাজেয় ব্যবধানে এগিয়ে যাবে। গত ম্যাচটি পারথে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ বৃষ্টির কারণে (Rain Forecast) ৪ বার বন্ধ হয়ে গিয়েছিল। অ্যাডিলেডেও (Adelaide) কি তেমনই কোনও আশঙ্কা অপেক্ষা করছে? আর আবহাওয়ার কথা মাথায় রেখে টসও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে অধিনায়ক টস জিতবে, তিনি প্রথমে ফিল্ডিং নিতে চাইবেন। আসুন জেনে নেওয়া যাক, দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ চলাকালীন অ্যাডিলেডের ওয়েদার (Weather Update) ঠিক কেমন থাকবে।
IND vs AUS 1st ODI Highlights: অবিচারের শিকার হল ভারত? হারতে না হারতেই উঠছে প্রশ্ন
সবার আগে বুঝে নেওয়া যাক টাইম জ়োন। ভারত এবং অ্যাডিলেডের মধ্যে মোট ৫ ঘণ্টার পার্থক্য রয়েছে। স্থানীয় সময় অনুসারে, এই ম্য়াচটি ২৩ অক্টোবর দুপুর ২টো থেকে শুরু হবে। তবে ভারতীয় সময় অনুসারে শুরু হবে সকাল ৯টা থেকে। সকাল ৮:৩০ মিনিটে টস হবে।
IND vs AUS 1st ODI Toss Update: দলে ফিরলেন রোহিত-বিরাট, টস হেরে ব্যাটিং ভারতের
১৭ বছর ধরে অ্যাডিলেডে হারেনি টিম ইন্ডিয়া
অ্যাডিলেড ওভালে ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যান নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া শেষবার এই ময়দানে হেরেছিল। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে এই গ্রাউন্ডে ভারত মোট ৫ ওয়ানডে ম্য়াচ খেলেছে। এরমধ্যে ১ ম্য়াচ টাই হয়েছে। আর ৪-টেয় জিতেছে ভারত। এই ৪ ম্য়াচের মধ্যে ২-টো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া।
২৩ অক্টোবর কেমন থাকবে অস্ট্রেলিয়ার ওয়েদার?
অ্যাডিলেডের আকাশও অধিকাংশ সময় কালো মেঘে ঢাকা থাকবে। ফোরকাস্ট কন্ডিশন অনুসারে, পেস বোলাররা বেশি সুযোগ পাবেন। পেস বোলিং পরিসংখ্যানে ভারতের তুলনায় অস্ট্রেলিয়ার কাছে অভিজ্ঞতা বেশি রয়েছে। অজি ব্রিগেডে রয়েছেন স্টার্ক এবং হ্যাজেলউড। পারথে খেলা চলাকালীন থেকে-থেকে বৃষ্টি আসছিল। সেকারণে ম্য়াচ বন্ধ রাখতে হয়েছিল। অ্যাডিলেডে তেমন সম্ভাবনা কিছুটা হলেও কম। তবে হ্যাঁ, বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে।
IND vs AUS ODI Series: শুভমানকে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ, হাওয়া গরম করতে শুরু করল অস্ট্রেলিয়া
ওয়ার্ল্ডওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, স্থানীয় সময় বেলা ২টো নাগাদ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই সময় বৃষ্টির সম্ভাবনা নেই। টস নিশ্চিন্তেই হয়ে যাবে। তবে খেলা চলাকালীন আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। এমনকী, হতে পারে সামান্য বৃষ্টিপাতও। কিন্তু, তুলকালাম বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময় বেলা ২টো) বৃষ্টি হতে পারে। কারণ, আকাশে ১০০ শতাংশ কালো মেঘ থাকবে। এইসময় তাপমাত্রাও ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
কোন চ্যানেলে দেখতে পাওয়া যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ?
- স্টার স্পোর্টস।
কোন অ্যাপে হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচের লাইভ স্ট্রিমিং?
- জিও হটস্টার এবং ওয়েবসাইট।
অ্যাডিলেড ওভালের পিচ রিপোর্ট
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হবে। এখানকার উইকেটে যথেষ্ট বাউন্স দেখা যেতে পারে। এই মাঠে সচরাচর দেখা যায়, ব্যাটাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। কিন্তু, বৃহস্পতিবার আবহাওয়ার কথা মাথায় রেখে, পেস বোলাররা নিজেদের ভাগ্য ঘোরাতে পারেন। যে দল প্রথমে ব্যাট করতে নামবে, তাদের কমপক্ষে ৩০০ রান করতেই হবে। নাহলে স্কোর ডিফেন্ড করা বেশ কঠিন হয়ে যাবে।
IND vs AUS: দুবাইতে সব ম্যাচ রোহিতদের! রাগের মাথায় ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দিতে বললেন স্মিথ?
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম ১১ কেমন হয়, সেটাই আপাতত দেখার। গত ম্য়াচে ৩ অলরাউন্ডার খেলানো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। কুলদীপ যাদবকে স্কোয়াডে রাখা হলেও, প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হয়নি। আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্য়াচে কুলদীপকে সুযোগ দেওয়া হতে পারে।