Advertisment

Ind vs Aus 3rd ODI Highlights: কোহলির সেঞ্চুরিতেও শেষ হাসি ফিঞ্চের

Ind vs Aus 3rd ODI Highlights: কোহলির দুরন্ত সেঞ্চুরিতেও হারল ভারত। রাঁচিতে ৩২ রানে জিতল অস্ট্রেলিয়া। আগামী রবিবার মোহালিতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ এখন ২-১।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Australia, 3rd Live Score Updates

India vs Australia, 3rd Live Score Updates

Ind vs Aus 3rd ODI Highlights: রাঁচিতে ৩২ রানে জিতল অস্ট্রেলিয়া। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩১৩ রান তুলেছিল। অ্যারন ফিঞ্চ (৯৩) ও উসমান খোয়াজা (১০৪) জ্বলে উঠেছিলেন। জবাবে ভারত ২৮১ রানে অলআউট হয়ে গেল। ভারতের হয়ে একা লড়াই করলেন বিরাট কোহলি। ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। আগামী রবিবার মোহালিতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের ফল এখন ২-১।

Advertisment

জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স আপাতত মজে রয়েছে মহেন্দ্র সিং ধোনিতে। হয়তো শেষবারের জন্য ঘরের ছেলে এই মাঠে নামতে চলেছেন। এটা দিনের আলোর মতোই পরিস্কার যে, আসন্ন বিশ্বকাপের পরেই ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। ফলে আজ লাইমলাইটে শুধুই মাহি।

গত দু'ম্যাচের সংক্ষিপ্ত বিবরণী: প্রথম ম্যাচে ভারত হায়দরাবাদে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল। মহম্মদ শামি (২/৪৪) ও কুলদীপ যাদবের (২/৪৬), যসপ্রীত বুমরার (২/৬০) দাপটে সেদিন অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে বেঁধে দিয়েছিল ভারত। জবাবে ১০ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং। সৌজন্যে মহেন্দ্র সিং ধোনি (৫৯) ও কেদার যাদবের (৮১) অপরাজিত ইনিংস।

India vs Australia 3rd ODI Highlights

আরও পড়ুন: ঘরের মাঠে টি-২০ সিরিজ খোয়াল ভারত

এবার আসা যাক সিরিজের দ্বিতীয় ম্যাচের কথায়। যেটা গত মঙ্গলবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করে ২৫০ রান তুলেছিল ভারত। সৌজন্যে বিরাট কোহলির ঝকঝকে সেঞ্চুরি (১১৬) ও বিজয় শঙ্করের ৪৬ রানের ক্যামিও ইনিংস। ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২৪২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আট রানে জিতে সিরিজ ২-০ করেছিল বিরাটরা।

9.12pm: ৩২ রানে জয়ী অস্ট্রেলিয়া।

9.09pm: ভারতের প্রয়োজন ১২ বলে ৩২

9.05pm: জাদেজা আউট (২৪)

9.02pm: ১৮ বলে প্রয়োজন ৪১ রান।

8.50pm: বিজয় শঙ্কর আউট (৩২)। রিচার্ডসনের হাতে ধরা পড়ে গেলেন লিঁয়র বলে।

8.40pm: ৫৪ বলে প্রয়োজন ৮৩ রান। বিজয় শঙ্কর ৭ রানে ও জাদেজা ১৯ রানে ব্যাট করছেন। ম্যাচ এখনও ফিফটি-ফিফটি। ভারতের হাতে এখনও চার উইকেট রয়েছে। কিন্তু এই জুটি ভাঙতে দিলে চলবে না। কারণ এরপরের সকলেই ব্যাটসম্যান।

8.28pm: গ্যালারিতে হতাশা। ফিরে গেলেন কোহলি (১২৩)। জাম্পা তুলে নিলেন তাঁর উইকেটটি। ভারত ২১৯/৬ (৩৭.৩ ওভার)

8.13pm: অনবদ্য সেঞ্চুরি কোহলির (৪১ তম ওয়ান-ডে শতরান)। পরপর দু'ম্যাচে সেঞ্চুরি পেলেন তিনি। ভারতকে সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে তাঁর ব্যাট।

7.56pm: কেদার যাদব (২৬) আউট। জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।

7.54pm: ৩১ ওভার শেষে ভারত ১৬৯ রান তুলল। ১৯ ওভারে প্রয়োজন আর ১৪৫। আজ কোহলির দিন। তাঁকে আটকানোর কোনও রাস্তা খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বিধ্বংসী মেজাজে ভারতকে জয়ের পথ দেখাচ্ছে বিরাটের ব্যাট। কোনও বোলরাকেই রেয়াত করছেন না তিনি। সোশ্যাল মিডিয়ার ভাষায় কোহলি রয়েছেন বিস্ট মোটে।

7.40pm: ধোনির মাঠে শাসন করছেন কোহলি। অসাধারণ ফর্মে রয়েছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। অজি বোলারদের কোনও সুযোগ দিচ্ছেন না তিনি। এখনও পর্যন্ত ১০টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। বিরাটের ব্যাটেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত। বিরাটকে দারুণ সঙ্গ দিচ্ছেন কেদার যাদবও। ২২ রানে ব্যাট করছেন তিনি। এই দুই ব্যাটসম্যান এখন ঝড় তুলছেন রাঁচিতে। ভারত ২৭ ওভার শেষে ১৪৮ রান তুলল। ২৩ ওভারে প্রয়োজন আর ১৬৬ রান। ফুটছে গ্যালারি।

7.25pm: কেরিয়ারের ৫০ নম্বর হাফ-সেঞ্চুরি কোহলির। এখন তিনিই ভরসা। ২৪ ওভার শেষে ভারত চার উইকেট হারিয়ে ১১৭। কোহলি ৫৮ রানে ও যাদব ১০ রানে ব্যাট করছেন। যতক্ষণ কোহলির ব্যাট চলবে ভারতের এই ম্যাচে ততক্ষণ আশা বেঁচে থাকবে।

7.09pm: রাঁচির স্বপ্নভঙ্গ! ধোনি ক্লিন বোল্ড (২৬), জাম্পা ছিটকে দিলেন তাঁর উইকেট। ভারত ৮৬/৪ (১৯.১ ওভার)। ধোনি ফিরে যেতেই গ্যালারি শব্দহীন। দারুণ টাচে ছিলেন। আউট হওয়ার আগে হাঁকিয়েছিলেন লম্বা ছয়ও। ধোনি ফিরতেই ভারতের জয়ের আশা ক্ষীণ হতে লাগল।

7.02pm: এই ম্যাচে সবার চোখ ধোনির দিকেই। কারণ ঘরের মাঠে এটাই ধোনির শেষ ওয়ান-ডে ম্যাচ। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে থেকেই রাঁচি মেতেছিল ধোনি ধোনি রবে। এদিন তিনি যখন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন তখনও ধোনি শব্দব্রহ্মে ফেটে পড়ল স্টেডিয়াম। ধোনির ব্যাট করতে নামার মুহূর্তটা বন্দি হয়েছে বিসিসিআই-এর ক্যামেরায়। ধোনিকে বোর্ড সিংহ বলেই অ্যাখ্যা দিয়েছে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর তিন উইকেট হারিয়ে ৭৪। কোহলি ৩৬ রানে ও ধোনি ১৮ রানে ক্রিজে রয়েছেন।

6.44pm: ধোনি-কোহলি এখন 'স্লো বাট স্টেডি' মন্ত্রেই ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দু'জনেই অসম্ভব অভিজ্ঞ। ফলে এই জায়গা থেকে ম্যাচটা বার করে আনার শিল্প তাঁদের জানা আছে। এখন দরকার একটা মজবুত পার্টনারশিপ। ১৩ ওভার শেষে ভারত ৫০ রান তুলল স্কোরবোর্ডে। ব্যাটিং লাইন-আপে এখনও রয়েছেন বিজয় শঙ্কর, কেদার যাদব ও রবিন্দ্র জাদেজা।

6.24pm: এখন ধোনি-কোহলির যুগলবন্দিতে ভারত আশার আলো দেখতে চাইবে। কিন্তু ২৭ রানে তিন উইকেট হারিয়ে দলটা মোটামুটি আইসিইউ-তে চলে গিয়েছে। ফলে ধোনিদের কাজটা মোটেই সহজ নয়। তারওপর টার্গেটটা নিছকই কম নয়। ৯ ওভারের খেলা শেষ। ভারত ৩২ রান তুলতে সমর্থ হয়েছে।

6.14pm: কামিন্সের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন রায়ডু (২)। তিন উইকেট চলে গেল ভারতের। ঝুলিতে ২৭ রান।

6.06pm: ফিরলেন রোহিত (১৪)। কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। ভারত রীতিমতো বিপাকে। শুরুতেই জোড়া উইকেট হারানোর ধাক্কা সহজ নয় কোনও দলের পক্ষে। রান তাড়া করার ক্ষেত্রে সেটা আরও কঠিন হয়ে যায়।

5.59pm: ধাওয়ান আউট (১)। খারাপ সময় তাঁর অব্যাহত। যদিও এখানে বোলার রিচার্ডসনের চেয়ে অনেক বেশি কৃতিত্ব ম্যাক্সওয়েলের। পয়েন্টে অনবদ্য ক্যাচ নিলেন তিনি। এখন রোহিত আর কোহলি। ৩.৩ ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ১১ তুলল।

5.47pm: নিঃসন্দেহে ভাল টার্গেট দিয়েছে অজিরা। আজ ভারতের ওপেনিং জুটির ওপর অনেক কিছু নির্ভর করছে। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকে অনেকটা দায়িত্ব নিতে হবে আজ। তাঁরাই গড়বেন ভারতীয় ইনিংসের ভীত। এখানে শিশির পড়লে বল স্কিট করে। ফলে সেক্ষেত্রে রোহিতরা একটা অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু অজি বোলাররাও ছেড়ে দেওয়ার পাত্র নন।

5.07pm: ইনিংস ব্রেক! ৩১৩ রান তুলল অস্ট্রেলিয়া।

4.53pm: ৪৭ ওভার শেষ। অস্ট্রেলিয়া পাঁচ উইকেট হারিয়ে ২৮৬ তুলল। বলাই বাহুল্য বড় টার্গেটই দিতে চলেছে তারা।

4.36pm: 'কুলদীপ ইজ অন ফায়ার'। এবার হ্যান্ডসকম্বকে (০) এলবিডব্লিউ করলেন তিনি।

4.32pm:  শন মার্শ আউট (৭)। কুলদীপ যাদবের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ আউট হলেন তিনি। অস্ট্রেলিয়া (২৬৩/৪, ৪৩.২ ওভার)

4.27pm: ম্যাক্সওয়েল আউট (৪৭)। জাদেজা-ধোনির যুগলবন্দিতে রান আউট হলেন তিনি। ম্যাচে ফিরছে ভারত।

4.11pm: খোয়াজা আউট (১০৪), শামির বলে বুমরার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়া (২৩৯/২, ৩৯ ওভার)

4.04pm: সেঞ্চুরি খোয়াজার। কেরিয়ারের প্রথম ওয়ান-ডে শতরানের স্বাদ পেলেন খোয়াজা। নিঃসন্দেহে রাঁচি তাঁর মনে আলাদা জায়গা করে নেবে। আজ প্রথম থেকেই দুরন্ত ফর্মে ব্যাট করছিলেন তিনি। অন্যদিকে ক্রিজে এসে অল্প সময়ের মধ্যেই দুরন্ত সেট হয়ে গিয়েছেন ম্যাক্সওয়েল। মারমুখী মেজাজেই তিনি।

3.41pm: অবশেষে উইকেট! সৌজন্যে কুলদীপ যাদব। ৯৩ রানের ইনিংস খেলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। ৩১.৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলল ১৯৩। ক্রিজে এলেন গ্লেন ম্যাক্সওয়েল।

3.21pm: অজিদের দখলে রাঁচি। আজ ভারত নীরব দর্শক। ফিঞ্চ (৮৫)-খোয়াজা (৮৪) সেঞ্চুরির পথে। ভারতের বোলাররা এখনও তাঁদের থামানোর রাস্তা খুঁজে পেলেন না। কোহলি-ধোনি-রোহিতের মাথাও আজ কাজ করছে না। ২৮টা ওভার হয়ে গেল। অস্ট্রেলিয়া ১৭৬ রান তুলে ফেলল।

3.03pm: কোহলির চোখেমুখে হতাশা ফুটে উঠছে। বিধ্বস্ত তিনি। কারণ ২২টা ওভার হয়ে যাওয়ার পরেও তাঁর বোলাররা একটাও উইকেট আনতে পারল না। যে কোনও অধিনায়কের কাছেই সেটা অত্যন্ত হতাশার। ফিঞ্চ-খোয়াজার অজিদের বড় রানের মঞ্চ করে দিলেন এখনই। আজ ভারতের কোনও বোলারের মধ্যেই সেই আগুনটা দেখা যাচ্ছে না। যেটা শেষ দু'টো ওয়ান-ডে ম্যাচে ছিল। এছাড়াও ভারতের ফিল্ডিংয়েও আজ অনেক ফাঁকফোকড় ধরা পড়েছে। ফিল্ডিং মিস থেকে ক্যাচ মিস, সবই ছিল।

2.48pm: হাফ-সেঞ্চুরি ফিঞ্চ-খোয়াজার। পার্থ টেস্টের পর এই প্রথম আন্তর্জাতিক অর্ধ-শতরান ফিঞ্চের। দীর্ঘদিন তিনি রানের মধ্যে না-থাকায় চিন্তা ছিল অজি ম্যানেজমেন্ট। ১৯ ওভার শেষে অজিরা ১২১ রান তুলল স্কোরবোর্ডে। ভারত এখনও ম্যাচে কোনও কলকে করতে পারল না। চেষ্টা করেও উইকেটের দেখা পেলেন না কোহলি।

2.33pm: সত্যি বলতে ম্যাচে ভারতের পক্ষে বলার মতো কিছু নেই। ফিঞ্চ আজ অসাধারণ ফর্মে রয়েছেন। খোয়াজাও যথাযথ। ভারত রীতিমতো উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছে। এই জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। ১৫ ওভার শেষে ৮৮ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। এদিন ম্যাচে বারবার কথা হচ্ছে, ধোনিদের সেনা টুপি নিয়ে। এখানে আরও ভাল করে সেই টুপির ছবি দেখে নিন। এমনকি ধারভাষ্য়কাররাও এই টুপি মাথায় দিয়েছেন।

2.17pm:  ফিঞ্চ (২৬)-খোয়াজার (৩৮) জুটিতে ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬৬ রান তুলল। বিরাট তাঁর পাঁচজন বোলারকেই ব্যবহার করে ফেলেছেন। কিন্তু এখনও ভারত উইকেট তুলতে পারল না। এই জুটি ভাঙতে না-পারলে কিন্তু সমস্যা বাড়বে ভারতের। আপাতত উইকেটের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। যদিও কোনও বোলারকেই সেরকম কার্যকর দেখাচ্ছে না এদিন।

2.00pm: আজ আন্তর্জাতিক নারী দিবস! টসের সময় এদিন হাজির ছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যা ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডায়না এডালজি। মাঠে গোলাপি বেলুন ওড়ালেন তিনি। এভাবেই বিসিসিআই নারী দিবসের শুভেচ্ছা জানাল টুইট করে। অন্যদিকে সাত ওভারের খেলা শেষ। অস্ট্রেলিয়া তুলল ৩৪ রান। এখনও উইকেটের দেখা পায়নি ভারত।

1.44pm: আজ অস্ট্রেলিয়ার দুই ওপেনারই রয়েছেন ভাল ছন্দে। ফিঞ্চের ব্যাট তুলনামূলক খোয়াজার থেকে বেশি সচল। যদিও দু'বার এলবিডব্লিউ-র আবেদন এসেছিল ভারতীয় শিবির থেকে। কিন্তু উইকেট পতনে তার সমাপ্তি ঘটেনি। তিন ওভার শেষে ১৫ রান তুলল অজিরা। শামি-বুমরার জুটিতেই উইকেটের প্রত্যাশা কোহলির। ২০১৩ সালে এই মাঠে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হয়েছিল। জর্জ বেইলি (৯৮) আর গ্লেন ম্য়াক্সওয়েলের (৯২) দাপটে অজিরা আট উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছিল। এই মাঠে এটাই সর্বোচ্চ রানের নজির। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল।

1.32pm: এম এস ধোনি প্যাভিলিয়নের আত্মপ্রকাশ: জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে দক্ষিণ দিকের প্যাভিলিয়নটা এমএস ধোনির নামেই হয়েছে। এদিনই তাঁর আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হল। ধোনিকে এভাবেই তাঁর ঘরের মাঠের শেষ ম্য়াচে সম্মান জানাল ঝাড়খণ্ডের রাজ্য ক্রিকেট সংস্থা। অন্যদিকে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে পড়েছে। ওপেনিংয়ে সেই চেনা জুটি-উসমান খোয়াজা ও অ্যারন ফিঞ্চ। প্রথম ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ রান তুলল স্কোরবোর্ডে।

1.10pm: টস জিতে বল করবে ভারত। টসের পরেই ক্যাপ্টেন কোহলি একটা দুরন্ত সিদ্ধান্তের কথা জানালেন। তিনি বললেন, তাঁর দলের খেলোয়াড়রা আজকের ম্যাচ-ফি তুলে দেবেন জাতীয় প্রতিরক্ষা তহবিলে (ন্যাশনাল ডিফেন্ড ফান্ড)। ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। অস্ট্রেলিয়া আজ ন্যাথান-কুল্টার নাইলের পরিবর্তে জাই রিচার্ডসনকে খেলাবে।

12.52pm: রাঁচিতে অভিনব দৃশ্য। ধোনি সতীর্থদের হাতে সেনার টুপি তুলে দিলেন। ভারতীয় সেনাকে সম্মান জানাতে এই পদক্ষেপ বিসিসিআইয়ের। পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানালেন কোহলিরা। ধোনি নিজেও ভারতীয় সেনার সদস্য। টেরিটোরিয়াল আর্মির পক্ষ থেকে সাম্মানিক লেফ্টেন্যান্ট কর্নেল পদে পেয়েছেন তিনি। এমনকি উত্তরপ্রদেশের আগ্রায় গিয়ে প্যারাস্যুট রেজিমেন্ট থেকে দু'সপ্তাহের প্রশিক্ষণও নিয়েছেন মাহি। পাঁচবার প্য়ারা জাম্পও করেছেন ভারতীয় বায়ু সেনার বিমান থেকে। ধোনির সেই প্যার জাম্পের ছবিটাই তাঁর টুইটারের প্রোফাইল পিকচারও। ধোনি ছাড়াও সেনার সাম্মানিক সদস্য পদ পেয়েছেন শচীন তেন্ডুলকর ও অভিনব বিন্দ্রাও।

12.40pm: স্টেডিয়ামের বাইরে ধোনি..ধোনি রব। ফুটছে রাঁচি। চলে এসেছেন শচীন তেন্ডুকর ও ভারতীয় দলের স্বঘোষিত সবচেয়ে বড় ফ্যান সুধীর গৌতমও। ধোনির সাত নম্বর জার্সি পরেই ফ্যানেরা স্টেডিয়ামের বাইরে তুলছেন তাঁর নামে জয়ধ্বনি। আজ রাঁচির সব রাস্তা এসে মিশেছে এই স্টেডিয়ামে। রাস্তায় দেদার বিক্রি হচ্ছে ধোনির জার্সিও।

12.32pm: কী বলছে রাঁচির পিচ?

ধোনির ঘরের মাঠেj পিচ একটু মন্থর। কিন্তু সন্ধ্যার পর শিশির পড়ার সঙ্গেই বল স্কিড করতে শুরু করবে। বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। একদম পরিস্কার আকাশ থাকবে বলেই খবর হাওয়া অফিসের। তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলেই জানা গিয়েছে। এখানে প্রথম ও দ্বিতীয় ইনিংসের গড় স্কোর যথাক্রমে ২৪৯ ও ১৭৮।

12.20pm: আপনি কি জানেন?

আজ যদি বিরাটরা জেতেন তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা ভারতের ওয়ান-ডে জয়ের হাফ-সেঞ্চুরি হবে। ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে ইন্ডিয়া অজিদের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ৫০ তম জয় পাবে।

 India vs Australia, 3rd Live Score Updates India vs Australia, 3rd Live Score Updates

পরিসংখ্যানের বিচারে এক অনন্য হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় বিরাট। আজ বিরাট দেশকে জেতাতে পারলে কোহলি ক্যাপ্টেন হিসেবে ৫০ নম্বর ওয়ান-ডে জয়ের কৃতিত্বে নিজের নাম লেখাবেন। একমাত্র ক্লাইভ লয়েড ও রিকি পন্টিং এই মাইলস্টোন স্পর্শ করেছেন ৫০ ওভারের ক্রিকেটে।

টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান শেষ ১৫টি ওয়ান-ডে ইনিংসে ২৬.৮৫-এর গড়ে ৩৭৬ রান করেছেন। মাত্র দু’বার ৫০-এর গণ্ডী টপকেছেন তিনি। ফলে বিশ্বকাপের আগে গব্বরের ফর্ম নিয়ে চিন্তায় থাকছে টিমের থিঙ্কট্যাঙ্ক।

অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ২৬টি ওয়ান-ডে ম্যাচের মধ্যে সাতবার পঞ্চাশের ওপর রান করেছেন। কিন্তু এর মধ্যে একটি ম্যাচেও তাঁর দল জয়ের মুখ দেখেনি।

cricket MS DHONI India Australia
Advertisment