Advertisment

IND vs AUS, 1st Test Playing XI: জাদেজা, অশ্বিন, সরফরাজ বাদ, জোড়া অভিষেক! পারথ টেস্টে চমকে দেওয়া একাদশ সাজাল টিম ইন্ডিয়া

India and Australia 1st Test, Perth Test playing 11: একাধিক তারকার অনুপস্থিতিতে অভিষেক ঘটানোর জন্য প্রস্তুত ছিলেন হর্ষিত রানা, নীতিশ রেড্ডি, অভিমন্যু ঈশ্বরণরা। শুক্রবার সকালেই জানা গেল ভারতের এগারো।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India playing XI perth test

Team India playing XI perth test: নতুন চেহারার দল নামাল টিম ইন্ডিয়া (টুইটার)

India and Australia 1st Test, Playing XI for Perth Test: একসঙ্গে জোড়া অভিষেক ঘটিয়ে পারথ টেস্টে খেলতে নামল টিম ইন্ডিয়া। আইপিএল কাঁপানো দুই তারকা হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডির হাতে ম্যাচের দিন সকালেই ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হল টিম ইন্ডিয়ার তরফে।

Advertisment

ভারতের একাদশে একসঙ্গে বাদ পড়লেন জাদেজা-অশ্বিন দুজনেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তনের পর দারুণ পারফর্ম করেছিলেন। দুটো টেস্ট মিলিয়ে ১৬ উইকেট তুলে নিয়েছিলেন। পুনেতে ছিল ১০ উইকেটের কীর্তিও।

প্ৰথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামছেন কেএল রাহুল। ব্যাক আপ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল দেবদূত পাড়িক্কলকে। তিনি খেলবেন আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়া শুভমান গিলের জায়গায়। ম্যাকে এবং মেলবোর্নে ইন্ডিয়া এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দারুন পারফর্ম করেছিলেন।

আরও পড়ুন: যেমন বাবা, তেমন ছেলে! ছক্কার আগুনে এবার ডাবল সেঞ্চুরি শেওয়াগ পুত্রের, কেঁপে গেল দুনিয়া

প্ৰথম একাদশ ঘোষণার পরেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় শুভমান গিক ওয়াকায় ম্যাচ সিমুলেশনের সময় দ্বিতীয় দিন আঙুলে চোট পেয়েছিলেন। সেই কারণেই প্ৰথম একাদশে জায়গা হয়নি তাঁর। তাঁর ওপর কড়া নজর রেখেছেন দলের মেডিক্যাল টিম।

চার এবং পাঁচে বিরাট কোহলি ঋষভ পন্থের পর ছয়েও রয়েছে চমক। নামানো হচ্ছে ধ্রুব জুরেলকে। সরফরাজের জায়গায় খেলানো হচ্ছে তাঁকে। ইন্ডিয়া এ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করার পর জুরেল একজন স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবে খেলবেন পারথে।

Team India list, ভারতীয় দলের তালিকা

বোলিংয়ে ভারত চার সিমার এবং এক স্পিনার কম্বিনেশনে দল সাজিয়েছে। জসপ্রীত বুমরার সঙ্গে বাকি তিন পেসার হিসাবে থাকছেন আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। এবং অভিষেক হওয়া হর্ষিত রানা। একমাত্র স্পেশ্যালিস্ট স্পিনারের ভূমিকা পালন করবেন ওয়াশিংটন সুন্দর।

এদিকে টসে জিতে শুরুতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বাউন্সি ট্র্যাকে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের সামলানোর চ্যালেঞ্জ নিয়েছে ভারত। সেই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হয় টিম ইন্ডিয়া, সেটা দেখার।

পারথ টেস্টে ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (অধিনায়ক), আকাশ দীপ, মহম্মদ সিরাজ

FOLLOW LIVE UPDATES IN BENGALI

Cricket Australia Team India Team-India Indian Team Indian Cricket Team Team India India Cricket Team Australia Cricket Team
Advertisment