AUS vs IND: রেড্ডি-পন্থের ব্যাটে কোনওরকমে মানরক্ষা, পারথে আবারও শুয়ে পড়ল ভারতীয় ব্যাটিং

Border Gavaskar Trophy: ঋষভ পন্থ, নীতিশ রেড্ডি বাদে বাদে কেউই আশা জাগানো ব্যাটিং করতে পারলেন না। কেএল রাহুল আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার।

Border Gavaskar Trophy: ঋষভ পন্থ, নীতিশ রেড্ডি বাদে বাদে কেউই আশা জাগানো ব্যাটিং করতে পারলেন না। কেএল রাহুল আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia

IND vs AUS: পন্থ-রেড্ডির ব্যাটে কিছুটা লড়ল ভারত (টুইটার)

India and Australia 1st Test: পুরো ৫০ ওভার-ও খেলতে পারল না টিম ইন্ডিয়া। ৪৯.২ ওভারে ভারত পারথ টেস্টের প্রথম ইনিংসে অলআউট মাত্র ১৫০ রানে। ঋষভ পন্থ এবং কেএল রাহুলের দৃঢ়চেতা ইনিংস না থাকলে ভারত একশো পেরোত কিনা সন্দেহ।

Advertisment

টসে জিতে প্ৰথমে ব্যাটিং নিয়েছিলেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। তবে শুরু থেকেই বিপর্যয় হয়েছিল সঙ্গী। চোখের পলক ফেলার আগেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পাড়িক্কল। বিরাট কোহলি ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি। লাঞ্চের ঠিক আগেই কেএল রাহুল বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে ফেরেন ব্যক্তিগত ২৭ রানের মাথায়।

লাঞ্চের আগেই ৪ উইকেট খুঁইয়ে ফেলার পর দ্বিতীয় সেশনের শুরুতেই ভারত পরপর হারায় ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দরকে। সপ্তম উইকেটে ঋষভ পন্থ এবং নীতিশ রেড্ডি ৪৮ রান যোগ করে দলকে দুশো পার করার স্বপ্ন দেখান। তবে পন্থ ব্যক্তিগত ৩৭ রানে কামিন্সের বলে ফেরার পরেই ভারতের ইনিংসের ল্যাজ মুড়িয়ে যায়।

Advertisment

আরও পড়ুন: ব্যাটে-বলে 'গরু গলে যাওয়ার' মত ফাঁক, তবু আউট রাহুল! পারথ টেস্টে বিস্ফোরক বিতর্ক হাজির শুরুতেই, দেখুন

অভিষেক টেস্টে নীতিশ রেড্ডিও ৪১ করে যান। তিনিই ভারতীয় দলের সর্বোচ্চ সংগ্রাহক। হ্যাজেলউড ৪ উইকেট এবং স্টার্ক-কামিন্স-মিচেল মার্শ মিলে নিয়েছেন ২ টো করে উইকেট।

এদিনই বিরল রেকর্ড গড়ে ফেললেন স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড এবং নাথান লিয়ন। অজি বোলিংয়ের চার মহীরুহ টেস্টে ৫০০ প্লাস শিকার করে ফেললেন একত্রে খেলার সময়। ক্যাপ্টেন কামিন্স নিয়েছেন সবথেকে বেশি ১৩০টি। স্টার্ক-হ্যাজেলউড নিয়েছেন ১২৪টি করে উইকেট। লিয়ন নিয়েছেন ১২২ উইকেট।

FOLLOW LIVE UPDATES HERE

Cricket Australia Australia Team India Team-India Border-Gavaskar Trophy Indian Team Indian Cricket Team Team India India Cricket Team Australia Cricket Team