India vs Australia, Perth Test, KL Rahul DRS Controversy: পারথ টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র সাবলীল খেলছিলেন কেএল রাহুল। তবে বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে রাহুলকে ফিরতে হল শেষমেশ। লাঞ্চের ঠিক আগেই ভারত তিনটে উইকেট হারিয়ে ফেলেছিল। টানছিলেন কেএল রাহুল। তবে স্টার্কের বলে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় তাঁকে।
আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি রাহুলকে। তবে স্নিকোমিটারে স্পাইক ধরা পড়ার পর আউট দেওয়া হয় রাহুলকে। যদিও আদতে বিষয়টি ছিল কেএল রাহুলের ব্যাট প্যাডে স্পর্শ করাতেই স্পাইক দেখিয়েছিল স্নিকোমিটারে। কেএল রাহুল মাঠেই আম্পায়ারের কাছে জানতে চান কেন তাঁকে আউট দেওয়া হল। শেষমেশ হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ফক্স ক্রিকেটে কমেন্ট্রি করার সময় মাইকেল হাসিও বলে দেন, "এজ সিদ্ধান্ত বিতর্কিত। স্নিকোয় স্পাইক ধরা পড়েছে। তবে এই স্পাইক কি ব্যাটে-বলের নাকি ব্যাটে প্যাডের? স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাটে প্যাডে স্পর্শ হয়েছে। এই নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকছে।"
আরও পড়ুন: মেন্টাল গেমে জয়ী অস্ট্রেলিয়া! নতুন কারসাজিতেও কোহলির আয়ু ১২ বল, দেখুন বল
তবে মুডি যদিও এবিসি-তে বলে দিয়েছেন, এটা আউট ছিল, "আম্পায়ারের কাছে আউট দেওয়া ছাড়া আর কোনও অপশনও ছিল না।" মুরলি বিজয় বলছেন, "খুব পুওর কল নিল তৃতীয় আম্পায়ার। অন-ফিল্ড আম্পায়াররা সঠিক ছিলেন। আউট দেওয়ার মত কোনও প্রমাণ ছিল না। গত ছয় মাসে এই ম্যাচেই রাহুল সেরা ক্রিকেট খেলছিলেন।"
"His pad and bat are not together at that point in time as the ball passes.
— 7Cricket (@7Cricket) November 22, 2024
"It's (bat hitting pad) after, in fact, the ball passes the edge. Does Snicko pick up the sound of the bat hitting the pad?
"We're assuming (Snicko) may be the outside edge of the bat but that may not… pic.twitter.com/hvG0AF9rdo
শাস্ত্রী ফক্স স্পোর্টস-এ একহাত নিয়েছেন তৃতীয় আম্পায়ারকে। বলেছেন, "অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নাকচ করার মত কোনও প্রমাণ কি থার্ড আম্পায়ারের কাছে ছিল? এটা ফিল্ড অফ প্লে অনুযায়ী নট আউট হয়। আউট সিদ্ধান্তে পৌঁছনোর জন্য আমার কাছে কি পর্যাপ্ত প্রমাণ রয়েছে? আমি সত্যি বুঝতে পারছি না।"
অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার কেরি ও'কিফ এবং ম্যাথু হেডেন দুজনেই কেএল রাহুলের আউট দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। কেরি ও'কিফ বলেছেন, "ও সত্যি দুর্ভাগ্যের শিকার। ওঁর ব্যাটে-বলে স্পর্শ হয়েছিল। হটস্পট থাকলে বোঝা যেত। রাহুলকে দেখেই বোঝা যাচ্ছে, ও হতাশ। বাতাসে হাত ছুঁড়ে দিল। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত।"
হেডেন ৭ ক্রিকেটে বলেছেন, "বল অতিক্রম করে যাওয়ার সময় ব্যাট এবং প্যাড একই লাইনে ছিল না। পরে ব্যাটে স্পর্শ করেছে প্যাডে। বল ব্যাটের লাইন পাস করার সময় কি স্নিকো ব্যাটে-প্যাডের আওয়াজ ক্যাচ করেছে? আমরা স্নিকো থেকে ভাবতে পারছি হয়ত ব্যাটে বল লেগেছে। তবে বিষয়টি সেরকম নয়।"
READ THE FULL ARTICLE IN ENGLISH