New Update
![Sara Tendulkar at Gabba Test](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2024/12/14/WXHimSqgnlIgdAR6AR6H.jpg)
Sara Tendulkar at Gabba Test: গাব্বার গ্যালারিতে হাজির সারা তেন্ডুলকর (স্ক্রিনগ্র্যাব)
Sara Tendulkar at Gabba Test: গাব্বার গ্যালারিতে হাজির সারা তেন্ডুলকর (স্ক্রিনগ্র্যাব)
Sara Tendulkar at The Gabba: Supporting Team India in 3rd Test vs Australia: সারা টেন্ডুলকার কি শুভমান গিলের সঙ্গে দেখা করতে এসেছিলেন? ম্যাচ চলাকালীন সারাকে দর্শকাসনে দেখা গিয়েছে। তাঁর হাসি দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ভারত বনাম অস্ট্রেলিয়া ৩য় টেস্টের প্রথম দিন ব্রিসবেনের গাব্বায় সারা টেন্ডুলকারের উপস্থিতি এভাবেই হয়ে উঠেছিল আলোচনার বিষয়।
ম্যাচ দেখতে সারার উপস্থিতি ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে জল্পনাকে নতুন করে জাগিয়ে তুলেছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ ইতিমধ্যে বৃ্ষ্টিতে বিঘ্নিত হয়েছে। তার মধ্যেই সারার উপস্থিতি সেলিব্রিটি-সহ উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। সারা নীল পোশাক পরে গ্যালারিতে উপস্থিত ছিলেন।
ভক্তদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সারা এবং গিলের সম্পর্ক নিয়ে আলোচনা বহুদিন ধরেই চলছে। ব্রিসবেনে সারার ম্যাচ দেখতে যাওয়ার সিদ্ধান্ত, সেই জল্পনার আগুনেই ঘি দিল। সারা-শুভমান গিল জুটি নিয়ে জল্পনা-কল্পনা নতুন করে শুরু হল।
Anushka Sharma supported Virat Kohli in Perth Test :) scored : 100
— Shubman Gill ( Pardoy ) (@GillPrince07) December 14, 2024
Sara Tendulkar cheering for her 💖 in 3rd Test Gabba.
Shubman Gill please recreate the same. pic.twitter.com/raa8eLPTua
এর আগে সারা এবং শুভমানকে অনেকবার একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে শুভমানের ক্রিকেট ম্যাচে দর্শকাসনে হাজির থেকে সারাকে উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে। যদিও তাঁরা দু'জনেই তাঁদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলেননি। তবে মিডিয়াতে প্রায়ই তাঁদের একসঙ্গে থাকার খবর বেরোচ্ছে।
Sara Tendulkar is there to support Shubman gill 🤯#AUSvIND pic.twitter.com/Lv1pNpXQPa
— Ankit Dhakad (@Singhdhakad47) December 14, 2024
ভক্তদের মনে প্রশ্ন, ব্রিসবেনে সারা কেন? এমনি তিনি ক্রিকেট কিংবদন্তির মেয়ে। ক্রিকেট খেলা দেখতে আসতেই পারেন। কিন্তু, পার্থে তো যাননি। পার্থে শুভমানও খেলেননি। সবচেয়ে বড় কথা যে, সারা এবং শুভমানের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিন থেকেই। তাই ব্রিসবেনে হাজারো কাজ ছেড়ে সারার হাজিরা দেওয়া স্বভাবতই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে 'নিষিদ্ধ' সাকিব! বড় সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
তবে, সারা যে গাব্বায় শুভমানের সঙ্গেই দেখা করতে এসেছেন, এনিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। যদিও অনুরাগীদের দাবি, সারা হামেশাই শুভমানের ম্যাচগুলোয় হাজির থাকেন। শুভমানের সাফল্যে খুশি প্রকাশ করেন। তবে, দু'জনের কেউই নিজেদের সম্পর্কের ব্যাপারে খোলামেলা কথা এখনও পর্যন্ত বলেননি। সেটা তাঁরা কবে বলবেন, এখন সেটার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।