Advertisment

Travis Head names the hottest Indian player: বুমরাকে দেখতে মোটেও ভালো নয়! ভারতীয়দের লুকস নিয়ে বিস্ফোরণ এবার ট্র্যাভিস হেডের

Border Gavaskar Trophy: ভারতীয়দের লুকস নিয়ে বড়সড় মন্তব্য করলেন ট্র্যাভিস হেড। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের আগে এই বিতর্কিত মন্তব্য করলেন অজি তারকা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah, Travis Head, জসপ্রীত বুমরা, ট্রাভিস হেড,

Jasprit Bumrah-Travis Head: বিরাট মন্তব্য করেছেন হেড। (ফাইল ছবি)

India vs Australia: আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের আগে ভারতীয় খেলোয়াড়দের চেহারা নিয়ে বিরাট মন্তব্য করলেন ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ান ক্রিকেটার রোহিত শর্মাকে জসপ্রীত বুমরার চেয়েও 'হট' ভারতীয় ক্রিকেটার বলে দাবি করেছেন। ভারত ২২ নভেম্বর, পার্থ-এর অপটাস স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দলের মুখোমুখি হবে। সেই বহুল প্রত্যাশিত বর্ডার-গাভাসকার ট্রফির আগে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হেড এক কথোপকথনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ভারতীয় দলের 'হটেস্ট' খেলোয়াড় হিসেবে বেছে নিলেন।

Advertisment

ওই কথোপকথনে তিনি বলেছেন, 'আমি মনে করি না যে বুমরা এতটা সুদর্শন। সে ভালো খেলে। আরও উন্নতি করেছে। তবে আমি রোহিতের খেলাটাকেই পছন্দ করি। ওঁর ওই বাবার মত ভূমিকা আমার ভালো লাগে। আমার মনে হয় যে রোহিতই সব থেকে বেশি স্টাইলিস। ও সবার আগে নামে। পাওয়ারপ্লেতে খেলে। এটা ওঁর শারীরিক আকর্ষণ এবং ক্রিকেটীয় দক্ষতা, দুটোরই উদাহরণ। আমার মনে হয়, লোকজন এই কারণে ওঁকে বেশি আকর্ষণীয় মনে করে। ও যেভাবে দলকে ছায়া দিয়ে রাখে, আমি সেটা খুবই পছন্দ করি। ওঁর এই কায়দাকলাপে আমি খুব খুশি। জসপ্রীতও ভালো কিছু করার চেষ্টা করছে।'

চলতি মাসের শুরুতে জানা গেছে যে রোহিত ব্যক্তিগত কারণে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার- গাভাসকার সিরিজের প্রথম টেস্ট-এ থাকবেন না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের পর, সাংবাদিক বৈঠকে রোহিত জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট ম্যাচে না-ও থাকতে পারেন। এই ব্যাপারে রোহিত বলেন, 'আমি পার্থ সম্পর্কে খুব বেশি নিশ্চিত নই।' পার্থ-এ টেস্ট চলবে ২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। রোহিত না থাকলে বুমরাই দলের নেতৃত্ব দেবেন বলে এখন পর্যন্ত শোনা যাচ্ছে।

আরও পড়ুন- ট্রফি নিয়ে খোলাখুলি লড়াইয়ে ভারত-পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফিকে কাশ্মীরে যাওয়া আটকাল ICC

বুমরাহ তাঁর শেষ চার টেস্ট ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্স বেশ ভালো। ভারত অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় ২,০৩৩ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব ফরম্যাটে তাঁর রান ৩,৫৭১। এবছরের গোড়ার দিকে, রোহিত ২০২৪ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রান করেছিলেন। ওই ম্যাচ ভারত ২৪ রানে জিতেছিল।

Virat Kohli Cricket Australia Rohit Sharma Australia Indian Cricket Team Jasprit Bumrah The Australian Australia Cricket Team Travis Head Team India shubhman-gill Border-Gavaskar Trophy
Advertisment