R Ashwin-Ravindra Record Partnership, ind vs ban 1st test: চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে শচীন, শেওয়াগ, সৌরভদের মত তারকাদের রীতিমতো চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেঞ্চুরি করে টেস্ট সেঞ্চুরির সংখ্যায় ধরে ফেললেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। অশ্বিনের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে গেলেন সহকর্মী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের প্রথম সারিকে ১৪৪ রানে থামিয়ে দিয়ে টাইগাররা যখন রাওয়ালপিন্ডির পুনরাবৃত্তির স্বপ্ন দেখা শুরু করেছেন, তখনই এল অশ্বিনের দুর্দান্ত ইনিংস আর শতরান।
দিন দুই আগেই ৩৮তম জন্মদিন পালন করেছেন। মেজাজে সেঞ্চুরি সেরে বৃহস্পতিবারটা যেন তার বাকি সাধটাও মিটিয়ে নিলেন রবিচন্দ্রন। সতীর্থ রবীন্দ্র জাদেজার সঙ্গে অপরাজিত ১৯৫, দিনের শেষে বুঝিয়ে দিল, টিম ইন্ডিয়া চালকের আসনে। স্কোর ৬ উইকেটে ৩৩৯। তা-ও মাত্র একদিনেই। শুক্রবার মধ্যহ্নভোজ পর্যন্ত টিম ইন্ডিয়া ইনিংসটা চালিয়ে গেলে, আর বৃহস্পতিবারের দুই নৈশপ্রহরী অপরাজিত থাকলে জাদেজারও সেঞ্চুরি এবং অশ্বিনের দ্বিশতক পূর্ণ করাটাই স্বাভাবিক। আর, দ্বিশতক যদি না-ও বা হয়, সার্ধশতক তো নিশ্চিত।
বৃহস্পতিবার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। চেন্নাইয়ের পিচ ছিল পেস সহায়ক। তার সুযোগ দারুণভাবে নিয়েছেন বাংলাদেশের হাসান মেহমুদ। প্রথম ঘণ্টার মধ্যেই ফিরিয়ে দিয়েছেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের তিন অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে। তিন ব্যাটার ফিরেছেন মোট ১২ রানে। এই সময় যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ দলের হাল ধরেন। কিন্তু, ঋষভকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহমুদ। নাহিদ ফেরান যশস্বীকে। এরপর নামা কেএল রাহুলকে ফেরত পাঠায় বাংলাদেশ।
আরও পড়ুন- হয়ে গিয়েছিল বিরাট ভুল, পন্থের কাছে হাত জোড় করে ক্ষমা যশস্বীর, দেখুন বেনজির ঘটনার ভিডিও
এই উইকেট পড়ার ধারাবাহিকতা থেকে টিম ইন্ডিয়াকে মুক্তি দেন অশ্বিন আর জাদেজা। ডানহাতি অশ্বিন দুর্দান্ত কিছু শট খেলেন। দেখাদেখি জাদেজাও দ্রুত রান তুলতে শুরু করেন। শেষ পর্যন্ত অশ্বিন তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। চেন্নাই অশ্বিনের ঘরের মাঠ। সেখানে এর আগেও তিনি টেস্ট সেঞ্চুরি করেছেন। তবে, এবারটা তাঁর কেরিয়ারের দ্রুততম, এসেছে ১০৮ বলে। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে অশ্বিন বৃহস্পতিবার এমএস ধোনিকে স্পর্শ করলেন। কারণ, ধোনিরও টেস্ট ক্রিকেট ৬টি সেঞ্চুরি।
চেন্নাইয়ে এর আগেও অশ্বিনের সেঞ্চুরি আছে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে অশ্বিন চেন্নাইয়ে সেঞ্চুরি করেছিলেন। বৃহস্পতিবারের সেঞ্চুরি চেন্নাইয়ে অশ্বিনের দ্বিতীয় শতরান। এই দিক থেকে চেন্নাইয়ে অশ্বিন কার্যত শচীন তেণ্ডুলকারকে নকল করলেন। চেন্নাইয়ে শচীনের তিনটে সেঞ্চুরি আছে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ১৫৫। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালে চেন্নাইতেই করেছিলেন ১৩৬ রান। ২০০১ সালে অজিদের বিরুদ্ধে চেন্নাইতেই শচীন করেছিলেন ১২৬ রান।