Advertisment

Ravichandran Ashwin century against Bangladesh: চার-ছক্কায় টাইগারদের বেড়াল বানিয়ে সেঞ্চুরি অশ্বিনের, অ্যাশ-জাড্ডুর ঐতিহাসিক পার্টনারশিপে কেঁদে ফেলল বাংলাদেশ

Ravichandran Ashwin in India vs Bangladesh 1st Test: বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্টে ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দুজনে ১৯৫ রানের পার্টনারশিপ গড়লেন সপ্তম উইকেটে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ravichandran Ashwin, Ravindra Jadeja, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভারত বনাম বাংলাদেশ

Ravichandran Ashwin century: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান রবিচন্দ্রন অশ্বিনের (টুইটার)

IND vs BAN, Ravichandran Ashwin century: কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরান হাঁকিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতকে ব্যাটিং বিপর্যয় থেকে অশ্বিন-জাদেজার ১৯৫ রানের পার্টনারশিপ আপাতত দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছে প্ৰথম দিনের শেষে।

Advertisment

দিনের সেরা কীর্তি অশ্বিনের ১০৮ ডেলিভারিতে ওয়ানডে সুলভ মেজাজে শতরান। ১০ বাউন্ডারি, ২ ওভার বাউন্ডারির মিশেলে অশ্বিনের রোমহর্ষক শতরান চেন্নাইয়ে ব্লকবাস্টার বৃহস্পতিবার। জাদেজা-অশ্বিনকে সামলাতে না পেরে হতভম্ব হয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দিনের শেষে। অশ্বিন যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ভারতীয় ব্যাটিং বেনজিরভাবে বিপর্যয়ে, ১৪৪/৬।

প্রথম সেশনে রোহিত, গিল, কোহলি ফেরার পর দ্বিতীয় সেশনে আউট হয়ে গিয়েছিলেন কেএল রাহুল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালও। স্বীকৃত সমস্ত ব্যাটার-ই প্যাভিলিয়নে। তার আগে যশস্বী (৫৬) এবং কিছুটা ঋষভ পন্থের (৩৯) সৌজন্যে কোনও রকমে দলগত শতরানের গন্ডি পেরিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন: গ্রেটেস্ট কোহলিকে 'টুপি পরিয়ে' আউট ৩ টেস্ট খেলা হাসানের! চমকে দিল বাংলাদেশের নিখুঁত ক্রিকেট বুদ্ধি

দ্বিতীয় সেশনের শেষ থেকে বাংলাদেশকে পাল্টা দেওয়ার কাজ শুরু করে জাদেজা-অশ্বিনের জুটি। চা বিরতিতে ভারত ১৭৬/৬ ছিল। হাসান মাহমুদের ভারতীয় ইনিংসে ধস নামানোর ফাঁকে একপ্রান্তে ক্রিজে টিকে যশস্বী জয়সওয়াল ৫৬ করেন ৯ বাউন্ডারির সাহায্যে।

ভারতের ইনিংসে বিপর্যয় যে বাংলাদেশিদের দুরন্ত বোলিং এমনটাও নয়। হাসান মাহমুদ চার উইকেট শিকার করলেও প্রত্যেক ভারতীয়র আউটে মনোসংযোগের অভাব স্পষ্ট। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের ৬৬ রানের পার্টনারশিপ যেন তার-ই সাক্ষ্য দেয়।

প্ৰথম সেশনে দুরন্ত খেলা পন্থ দ্বিতীয় সেশনে অফ সাইডের বল হাঁকাতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ জমা করে ফেরেন। জয়সওয়াল প্রথম সেশনে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ভরসা জোগানো ইনিংস খেলছিলেন। নিজের ইনিংসে তিনি অর্ধশতরান পূর্ণ করেন ৯৫ বলে মেহেদি হাসান মিরাজের বলে সিঙ্গলস নিয়ে। তবে হঠাৎ করেই ক্ষনিকের ভুলে জয়সওয়াল ড্রাইভ করতে গিয়েছিলেন নাহিদ রানার বল। প্ৰথম স্লিপে ধরা পড়েন তারকা ভারতীয় ওপেনার।

কেএল রাহুল ব্যক্তিগত ১৬ রানের মাথায় মেহেদি হাসান মিরাজের শিকার হন। ১৪৪/৬ হয়ে গিয়ে ভারতীয় ইনিংসের ওলট পালট হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়েই ভারতীয় ইনিংসের হাল ধরেন রবিচন্দ্রন অশ্বিন।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Indian Team Ravichandran Ashwin Ravindra Jadeja Indian Cricket Team Team India India Cricket Team
Advertisment