IND vs BAN test series squad: ভয়ঙ্কর সেই দুর্ঘটনার প্রায় ২১ মাস পর ইন্ডিয়ার হয়ে সাদা জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ঋষভ পন্থের। ১৯ তারিখে বাংলাদেশ সিরিজ শুরুর পরে পন্থের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রাখা হবে। বাংলাদেশ, নিউজিল্যান্ড-এর বিপক্ষে পাঁচ টেস্টের পর ভারত আরও পাঁচটা টেস্ট খেলবে বর্ডার গাভাসকার ট্রফিতে।
পন্থ যেহেতু তিন ফরম্যাটেই অটোমেটিক চয়েস, তাই তাঁকে টানা খেলানোর ঝুঁকি নেবে না টিম ইন্ডিয়া। কোন কোন ম্যাচে পন্থকে খেলানো হবে এবং বিশ্রামে পাঠানো হবে কোন ম্যাচে- তা ঠিক করার দায়িত্ব নির্বাচকরা ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীরের ওপর।
বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তির ভারতীয় স্কোয়াডে নির্বাচকরা বেছেছেন কেএল রাহুলকেও।স্কোয়াডের একমাত্র নতুন মুখ ইয়াশ দয়াল। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্ট স্কোয়াড বাছাই করেছিল ভারত, সেই স্কোয়াড থেকে দেবদূত পাড়িক্কল, মুকেশ কুমার, রজত পতিদার এবং কেএস ভরতকে বাইরে রাখা হয়েছে। আকাশ দীপ নিজের জায়গা ধরে রেখেছেন। জাদেজা, অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের নিয়ে গড়া স্পিন বিভাগ বরাবরের মত শক্তিশালী।
টানা ১০ টেস্ট খেলতে হবে ভারতকে। তাই টিম ইন্ডিয়ার তরফে সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে এক প্রস্তুতি ক্যাম্প আয়োজন করা হয়েছে। বিরাট কোহলি সেই ক্যাম্পে যোগ দেবেন কিনা, তা এখনও চূড়ান্ত নয়।
পন্থের প্রত্যাবর্তন
মহম্মদ শামি বাদে গোটা দলই পুরোপুরি ফিট। এমন অবস্থায় টিম ইন্ডিয়ার স্কোয়াডে সেরকম কোনও চমক সেই অর্থে নেই। ভারতের পাখির চোখ নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাসকার সিরিজ। ভারত যদি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচ টেস্টই জেতে, তাহলে বর্ডার গাভাসকার সিরিজ ড্র করলেই ভারত টানা তৃতীয়বারের মত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিশ্চিত করে ফেলবে।
আরও পড়ুন- বয়কট করো বাংলাদেশ সিরিজ! 'মৃত্যু মিছিলের' প্রতিবাদে জয় শাহ, BCCI-এর কাছে চরম বার্তা
ঘরের মাঠে ভারত হোম কন্ডিশনের পুরোপুরি সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে ওয়ার্কলোডের বিষয়টিও মাথায় রাখবে। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর লম্বা ফরম্যাটের ক্রিকেটে পন্থকে শেষবার দেখা গিয়েছে চলতি দলীপ ট্রফিতে। নিয়মিতভাবে টি২০-তে উইকেট কিপিং করেন। শ্রীলঙ্কায় তিনটে ওয়ানডের মধ্যে একটি ম্যাচ খেলেছিলেন তিনি।
মিরপুর টেস্টের পরেই পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তারপরে ইনজুরি সারিয়ে ফিরেছেন ২২ মাস পরে। লিগামেন্ট নতুন করে অস্ত্রোপচার করতে হয়েছে পন্থের। তাই তারকা কিপার টানা ১০ টেস্টে কিপিং করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে পুরোমাত্রায়।
টানা দুটো বাংলাদেশ-টেস্টের পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট। এর মধ্যেই তিনটে টি২০ খেলতে হবে ভারতকে। এই টানা পাঁচটা টেস্টের মধ্যে ট্র্যাভেল ডে সহ ভারতের দুই টেস্টের মধ্যে গ্যাপ থাকছে মাত্র তিনদিনের। পন্থ কী এই ধকল সামলাতে পারবেন? ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পন্থের ওয়ার্কলোডের ওপর টিম ম্যানেজমেন্ট কড়া নজর রাখবে।
পন্থ ছাড়াও সিরাজ, বুমরার ওয়ার্কলোড-ও ম্যানেজ করা হবে। ধ্রুব জুরেল আত্মবিশ্বাসের সঙ্গে কিপিং করছেন। তাই ম্যাচ ধরে ধরে ভারত প্ৰথম একাদশ সাজাবে। প্রয়োজন হলে ধ্রুব জুরেলকে কিপার হিসাবে খেলিয়ে পন্থকে ব্যাটসম্যান হিসেবে খেলানো হতে পারে।
ঠাসা মিডল অর্ডার
ইংল্যান্ডের বিরুদ্ধে কিছুটা বাধ্য হয়েই অনভিজ্ঞ ব্যাটারদের দিয়ে মিডল অর্ডার বোঝাই করতে হয়েছিল। তবে কোহলি, পন্থ ফিরে আসার পর অনভিজ্ঞতার লেশমাত্র নেই ভারতীয় ব্যাটিং অর্ডারে। ইংল্যান্ড সিরিজে দুরন্ত অভিষেক ঘটানো সরফরাজ খান নিজের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে।
টপ থ্রিতে যথারীতি থাকছেন রোহিত, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। জাদেজা, অশ্বিন দুজনেই খেলছেন। তাই ভারতের ব্যাটিং অর্ডার থাকছে একদম শেষ পর্যন্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে তিন স্পেশ্যালিস্ট স্পিনার নিয়ে প্ৰথম এগারো সাজাবে টিম ইন্ডিয়া। বুমরা এবং সিরাজকে রোটেট করে খেলানো হবে। দলীপ ট্রফিতে প্রভাব ফেলা আকাশ দীপ তৃতীয় সিমার হিসাবে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে বড় ভূমিকা নিতে দেখা যেতে পারে তাঁকে।
Read the full article in ENGLISH