IND vs BAN test series squad: বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। মহম্মদ শামি পুরোপুরি ফিট নন এখনও। তাই তিনি বাদে টেস্ট স্কোয়াডে সমস্ত নক্ষত্রই হাজির। গত ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়াদের তালিকায় রয়েছেন দেবদূত পাড়িক্কল, রজত পাতিদার, মুকেশ কুমার এবং কেএস ভরত। টেস্টের জন্য ভাবা হয়নি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। বাংলাদেশের মত দলের বিরুদ্ধে বুমরা-কোহলির ওয়ার্কলোড ম্যানেজ করার পথে ভারত হাঁটে কিনা, সেটা ছিল দেখার। তবে দুই মহারথীই খেলবেন বাংলাদেশের বিপক্ষে।
তবে এমন হেভিওয়েট দল ঘোষণা করেও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বিসিসিআই। স্কোয়াডে রাখা হয়নি কোনও ভাইস ক্যাপ্টেনকে। রোহিত শর্মার ডেপুটি কে, তা নিয়ে নতুন জল্পনা ছড়িয়ে পড়ল। এমনিতে রোহিত কেরিয়ারের শেষ প্রান্তে। এখনই তাঁর উত্তরসূরি বাছাই করার পালা। তবে বোর্ড যে এখনই টেস্টে রোহিতের পরবর্তী অধিনায়ক খুঁজে পায়নি তা স্পষ্ট।
গত ইংল্যান্ড সিরিজে নেতা রোহিতের সহ-অধিনায়ক বাছা হয়েছিল জসপ্রীত বুমরাকে। তবে এবার বুমরাকে স্কোয়াডে রাখা হলেও তাঁর নামের পাশে নেই বাড়তি দায়িত্ব। সীমিত ওভারের ফরম্যাটে শুভমান গিলের সহ-অধিনায়কত্ব প্রাপ্তির ঘোষণা হয়েছিল সরকারিভাবে। জিম্বাবোয়ে সফরে অধিনায়কও ছিলেন তিনি। তবে টেস্টে ভাইস ক্যাপ্টেন হিসেবে এতদিন ছিলেন বুমরা। তাঁকে হঠাৎ করেই কেন ভাইস ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হল, তা অনেকেরই বোধগম্য নয়।
জসপ্রীত বুমরাকে এমনিতে বেছে বেছে টেস্টে নামানো হয়। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। বাংলাদেশের বিপক্ষে তিনি স্কোয়াডে থাকলেও দুই টেস্টেই খেলবেন কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। সিরাজ এবং বুমরার মধ্যে একজনকে রোটেট করে খেলানো হবে ইংল্যান্ড সিরিজের মত। আকাশ দীপ সম্ভবত দুই টেস্টেই খেলবেন। এমন রোটেশন নিয়মের জন্যই সম্ভবত বুমরাকে ভাইস ক্যাপ্টেন করার পথে হাঁটেনি টিম ম্যানেজমেন্ট।
কেএল রাহুল একসময় টিম ইন্ডিয়ার নিয়মিত ভাইস ক্যাপ্টেন ছিলেন। তবে ধারাবাহিকতার অভাবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। কোহলি জমানায় রোহিত শর্মা এমনকি অজিঙ্কা রাহানেও ভাইস ক্যাপ্টেন হয়েছেন।
আরও পড়ুন- বয়কট করো বাংলাদেশ সিরিজ! 'মৃত্যু মিছিলের' প্রতিবাদে জয় শাহ, BCCI-এর কাছে চরম বার্তা
ভাইস ক্যাপ্টেন হওয়ার দৌঁড়ে রয়েছেন ঋষভ পন্থ-ও। মিরপুর টেস্টের পরেই পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তারপরে ইনজুরি সারিয়ে ফিরেছেন ২২ মাস পরে। লিগামেন্ট নতুন করে অস্ত্রোপচার করতে হয়েছে পন্থের। তাই তারকা কিপার টানা ১০ টেস্টে (বাংলাদেশের বিপক্ষে ২, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্ট) কিপিং করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে পুরোমাত্রায়।
টানা দুটো বাংলাদেশ-টেস্টের পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট। এর মধ্যেই তিনটে টি২০ খেলতে হবে ভারতকে। এই টানা পাঁচটা টেস্টের মধ্যে ট্র্যাভেল ডে সহ ভারতের দুই টেস্টের মধ্যে গ্যাপ থাকছে মাত্র তিনদিনের। পন্থ কী এই ধকল সামলাতে পারবেন? ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পন্থের ওয়ার্কলোডের ওপর টিম ম্যানেজমেন্ট কড়া নজর রাখবে। প্রয়োজন পড়লে পন্থকে স্রেফ ব্যাটার হিসাবে খেলিয়ে উইকেটকিপার করা হবে ধ্রুব জুরেলকে। টানা যেহেতু পন্থকে খেলানো হবে না, তাই তাঁকেও ভাইস ক্যাপ্টেনের জন্য বিবেচনায় রাখা হয়নি।
ঘটনা হল, ঘরের মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ভাইস ক্যাপ্টেন ছাড়া খেললেও অস্ট্রেলিয়ায় পূর্ণ সময়ের সহ-অধিনায়ক নিয়েই নামবে ভারত। সেটা কে হবেন, তা বোঝা যাবে আগামী দিনেই।