Abhimanyu Easwaran's Father breaks Silence: বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) আন্তর্জাতিক টেস্ট অভিষেক এখনও অধরাই। এই প্রতিভাবান বাঁহাতি ব্যাটারের হয়ে বহুদিন ধরেই অপেক্ষা করছেন তাঁর পরিবার। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিমন্যুর বাবা রঙ্গনাথন ঈশ্বরণ নিজের হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, “আমি আর দিনের হিসাব রাখি না, এখন বছর গুনছি। তিন বছর হয়ে গেল, তবু ছেলের অভিষেক হল না।”
২০২১ সালে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে হোম সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ডাক পান অভিমন্যু। এরপর ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রথমবার টিম ইন্ডিয়া স্কোয়াডে (Indian Cricket Team) রাখা হয় তাঁকে। তবে এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট একাদশে জায়গা পাননি তিনি।
আরও পড়ুন একেই বলে কুড়ুলে পা মারা! ওভালে ‘আত্মঘাতী রানআউট’! শুভমানকে ছিঁড়ে খেলেন কোচ
রঙ্গনাথনের প্রশ্ন, “আমার ছেলে যখন রান করেই চলেছে, তখনও কেন করুণ নায়ারকে তাঁর আগে প্রাধান্য দেওয়া হচ্ছে?” তিনি জানান, অস্ট্রেলিয়া সফরে অভিমন্যু 'এ' ম্যাচে ভাল খেলতে না পারার কারণে তাঁর সুযোগ না পাওয়া যুক্তিযুক্ত ছিল, কিন্তু তার আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভাল পারফর্ম করার সময়ও তাঁকে উপেক্ষা করা হয়েছে।
তিনি আরও বলেন, “অভিমন্যু হতাশ, এটা স্বাভাবিক। আমি ওঁর সঙ্গে নিয়মিত কথা বলি, ওঁকে অনুপ্রাণিত রাখার চেষ্টা করি। কিন্তু কিছু খেলোয়াড় আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট স্কোয়াডে জায়গা পাচ্ছে, যা ঠিক নয়।”
আরও পড়ুন টানা ৩ সিরিজ হারের মুখে ভারত! ওভালে হারলেই ছাঁটাই গম্ভীর? বড়সড় সিদ্ধান্ত নিতে পারে BCCI
রঙ্গনাথনের মতে, টেস্ট দলের নির্বাচন হওয়া উচিত রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি ও ইরানি কাপের পারফরম্যান্স দেখেই। আইপিএল পারফরম্যান্স, যা মূলত সীমিত ওভারের খেলা, টেস্ট নির্বাচন নির্ধারণে প্রাসঙ্গিক নয় বলেই মনে করেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে অভিমন্যু ঈশ্বরণ ৩ নম্বরে ব্যাট করে দুটি হাফসেঞ্চুরি করেন, কিন্তু তারপরও শেষ টেস্ট সিরিজে সাই সুদর্শন এবং করুণ নায়ারকে তাঁর আগে সুযোগ দেওয়া হয়েছে।